ভালবাসা দিবসে স্বামীর দেয়া ১০ ডলার হয়ে গেলো লাখ ডলার
গত ১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালবাসা দিবস। সারাবিশ্বেই দিবসটি পালিত হয়েছে নানা আয়োজনে। এই দিনে তারা একে অন্যের প্রতি ভালোবাসা প্রকাশ করেন ভিন্ন মাত্রায়। ঠিক তেমনি সিনথিয়া হোলমসের স্বামী তাকে ভালবেসে ১০ ডলারের একটি লটারি গিফট করেছিলেন। আর সেই লটারির ড্র’ হবার পর স্বামীর দেয়া উপহারটিই জীবনের সব চেয়ে মূল্যবান উপহার হিসেবে ধরা দেয়। এমন ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে।
মাত্র দশ ডলারের একটি টিকেট পেয়ে খুশি হওয়ার তেমন কোনো কারণ ছিল না। কারণ লটারিতে না জিতলে যে কোনো টিকেটই মূল্যহীন। স্বামীর থেকে পাওয়া দশ ডলারের সেই সস্তা টিকেটেই এক লাখ ডলারের জ্যাকপট জিতেছেন সিনথিয়া হোলমস।
এ নিয়ে সিনথিয়া হোলমসের স্বামী বলেন, আমি ভেবেছিলাম টিকেটটি বিজয়ী হলে ১০০ ডলার জিতবে সে। কিন্তু আমার সেই ধারণাকে ভুল প্রমাণ করে এক লাখ ডলার জিতেছে।
৫৪ বছরের সিনথিয়া হোলমস বলেন, ভ্যালেন্টাইন ডের পর ওই লটারির ড্র হয়। যখন শুনেছি আমি বিজয়ী হয়েছি, তখন সত্যিই বিশ্বাস করতে পারিনি। সত্যিই আমি আনন্দিত।
নিউইয়র্ক মেইল/যুক্তরাষ্ট্র/২২ ফেব্রুয়ারি ২০১৮/এইচএম