শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 March, 2018 13:06

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী আইন: মানবাধিকার গোষ্ঠীর নিন্দা

যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী আইন: মানবাধিকার গোষ্ঠীর নিন্দা
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে মুসলিমবিদ্বেষী বেশ কয়েকটি বিল উত্থাপন করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার গোষ্ঠী এর নিন্দা জানিয়েছে। সম্প্রতি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা সিএআইআর আইদাহো রাজ্যের প্রতিনিধি পরিষদে পাস হওয়া একটি বিলের বিরুদ্ধে ভোট দিতে সিনেটের প্রতি আহবান জানিয়েছে।

আইদাহোর গভর্নর বুচ ওটার বলেন, 'আদালত আমাদের নিজস্ব আইন কার্যকর করবে। অন্য কোনো দেশের আইন আমাদের দেশে কার্যকর বন্ধ হতে যাচ্ছে।'
এর অর্থ দাঁড়াচ্ছে-আইদাহোতে শরিয়াহ বা ইসলামিক আইন নিষিদ্ধ হতে যাচ্ছে।

সিএআইআর বলেছে, 'এইচবি-৪১৯' নামের এ আইন মুসলিমদের লক্ষ্যবস্তু বানিয়ে পাস হতে যাচ্ছে। এই অসাংবিধানিক বিল ইসলামিক আইন বা শরিয়াহকে নিষিদ্ধ করে যুক্তরাষ্ট্রে মুসলিমদের অশুভ হিসেবে হাজির করতে চাচ্ছে।

সংস্থাটি বলছে, আইদাহোর প্রতিনিধি পরিষদে যখন 'এইচবি-৪১৯' আইনটি পাস হয়েছে, তখন মন্টানা, ওরেগন ও উইসকনসিনসহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যেও তা নিয়ে ভাবা হচ্ছে। 

সিএআইআর-এর পরিচালক রবার্ট ম্যাকাও বলেন, 'এইচবি-৪১৯' বিলটি আমাদের জাতীয় মূল্যবোধের বিপরীত। এর মাধ্যমে একটি ধর্মীয় গোষ্ঠীকে সুনির্দিষ্টভাবে হেয় করা হবে। কোনো ধর্মকে সুনির্দিষ্টভাবে আঘাত হানা যুক্তরাষ্ট্রের সংবিধানের লঙ্ঘন।'

তথ্যসূত্র: আলজাজিরা 

 

 

নিউইয়র্ক মেইল/যুক্তরাষ্ট্র/১ মার্চ ২০১৮/এইচএম

উপরে