শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 March, 2018 15:01

হোয়াইট হাউজ ছাড়ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা!

হোয়াইট হাউজ ছাড়ছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা!
মেইল রিপোর্ট :

চলতি মাসের শেষে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেনেন্ট জেনারেল ম্যাকমাস্টরের পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন এক প্রশাসনিক কর্মকর্তা। 

সেখানকার একাধিক কর্মকর্তার নানারকম বার্তায় বৃহস্পতিবার সারাদিনই ম্যাকমাস্টারের ‘সম্ভাব্য’ বিদায় নিয়ে হোয়াইট হাউজে নানা জল্পনার সৃষ্টি হয়।

তবে, এটুকু মোটামুটি নিশ্চিত হওয়া গেছে, অদূর ভবিষ্যতেই নিজপদ ছাড়তে চলেছেন এই তিন-তারকা জেনারেল। অন্য একটি সূত্রমতে, ম্যাকমাস্টারের আর সামরিক বাহিনীতে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই। অর্থাৎ, জেনারেল হিসেবেই অবসরে যাবেন তিনি।

অন্যদিকে, ম্যাকমাস্টারের মুখপাত্র মিশেল অ্যান্টন পদত্যাগের বিষয়টি পুরোপুরি নাকচ করে দিয়ে বলেন, ‌‌'আমি কিছুক্ষণ আগেই প্রেসিডেন্ট ট্রাম্প ও ম্যাকমাস্টারের সঙ্গে প্রেসিডেন্ট কার্যালয়ে ছিলাম। ম্যাকমাস্টারের পদ থেকে সরে দাঁড়ানোর খবরটি একেবারেই ভিত্তিহীন। ম্যাকমাস্টার অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করে চলেছেন'।

প্রসঙ্গত, সম্প্রতি ম্যাকমাস্টার ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়া ‘সন্দেহাতীতভাবে’ সম্পৃক্ত ছিলো বলে মন্তব্যের পর থেকেই, ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে তার। এমনকি, এর জেরে ট্রাম্পের কাছে অপমানিতও হতে হয় ম্যাকমাস্টারকে। 

সূত্র: ইয়ন টিভি

 

 

নিউইয়র্ক মেইল/নিউ ইয়র্ক/২ মার্চ ২০১৮/এইচএম

উপরে