টিলারসনের অপসারণ নিয়ে মন্তব্য করায় আন্ডার সেক্রেটারিও বহিষ্কার
সাবেক পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের অপসারণের ওপর মন্তব্য করায় এবার বহিষ্কার হলেন দেশটির আন্ডার সেক্রেটারি গোল্ডস্টেইন।
ট্রাম্পের সিদ্ধান্তে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এর পরিচালক মাইক পোম্পের সাথে বিরোধের জেরে অপসারণ করা হয় টিলারসনকে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিবাদে জড়িয়ে পদ হারিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। রাশিয়া, উত্তর কোরিয়া ও ইরানের সঙ্গে পরমাণু চুক্তিসহ বিভিন্ন বিষয় নিয়ে মতভিন্নতা থাকা টিলারসনের ওপর এই ঘটনা নিয়েই ট্রাম্পের ক্ষোভ তীব্র হয় বলে হোয়াইট হাউজ কর্মকর্তারা মনে করেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, টিলারসনের বিদায়ই ট্রাম্পের মন্ত্রিসভায় এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন এবং এর মধ্য দিয়ে রিপাবলিকান প্রেসিডেন্টের সঙ্গে এক্সন মোবিলের সাবেক প্রধান নির্বাহীর কয়েক মাসের উত্তেজনার নিরসন ঘটল। হোয়াইট হাউজের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবারই টিলারসনকে পদত্যাগ করতে বলেছিলেন ট্রাম্প। তবে টিলারসন পদত্যাগ করতে চাইছিলেন না বলে পররাষ্ট্র দপ্তরের আন্ডার সেক্রেটারি স্টিভ গোল্ডস্টেইন জানিয়েছেন। এরমধ্যে টিলারসনের পর গোল্ডস্টেইনকেও বরখাস্ত করা হয়।
টিলারসনের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন সিআইএ পরিচালক মাইক পম্পেও। জিনা হ্যাসপেলকে সিআইএ প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
সূত্র: ইয়ন নিউজ