শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 March, 2018 13:44

এবার নিরাপত্তা উপদেষ্টাকে সরাচ্ছেন ট্রাম্প!

এবার নিরাপত্তা উপদেষ্টাকে সরাচ্ছেন ট্রাম্প!
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার। (ফাইল ফটো)
মেইল রিপোর্ট :

পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্তের পর এবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই এ ব্যাপারে ঘোষণা আসতে পারে বলে একটি সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার এমন খবর দিয়েছে সিএনএন।

সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করার পরই নিরাপত্তা উপদেষ্টাকে সরানোর সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

একটি সূত্রের বরাতে সিএনএন বলছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দেরি হওয়ায় এ পরিবর্তনের ঘোষণা এখনো দেননি ট্রাম্প। তবে খুব দ্রুত ঘোষণা করতে পারেন তিনি। এমনকি আজ শুক্রবারেও ট্রাম্প ম্যাকমাস্টারকে বদলির ঘোষণা দিতে পারেন।

তবে এমন খবর অস্বীকার করেছেন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডারস। তিনি এক টুইট বার্তায় ম্যাকমাস্টারের বদলি বা বহিষ্কারের বিষয়টি নাকচ করেছেন।

আগামী মে মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হবে বলে ধারণা করা হচ্ছে। আর এ বৈঠকের আগেই নিরাপত্তা উপদেষ্টা পদে যোগ্য ব্যক্তিতে খুঁজছেন ট্রাম্প।

গত বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা হওয়ার পূর্বে ম্যাকমাস্টার ইরাক ও আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগের সময় ট্রাম্প ম্যাকমাস্টার সম্পর্কে বলেছিলেন, তিনি অসাধারণ প্রতিভাবান এবং অসাধারণ অভিজ্ঞ। সেনাবাহিনীর সবাই তাকে যথেষ্ট শ্রদ্ধা করে। আফগানিস্তান ও ইরাকে নিযুক্ত ম্যাকমাস্টার চিন্তাশীল, স্পষ্টবাদী ও সামরিক কৌশলী।

তবে এমন সব বিশেষণে ভূষিত করলেও একবছরের কিছু বেশি সময় পরই কেন তাকে সরিয়ে দিতে চান ট্রাম্প সে সম্পর্কে অবশ্য বিস্তারিত কিছু জানা যায়নি।

যদি এটি সংগঠিত হয় তবে অবাক হওয়ার কিছু নেই। কারণ ক্ষমতায় আসার পর থেকে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সরিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

উপরে