মাদক ব্যবসায়ীর শাস্তি মৃত্যুদন্ড চান ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদক ব্যবসায়ীদের মৃত্যুদন্ড দাবি করে একটি ঘোষণা দিতে পারেন। নিউ হ্যাম্পশায়ারে অনুষ্ঠিতব্য একটি মাদক বিরোধী সম্মেলনে তিনি এ ঘোষণা দিতে পারেন।
মার্কিন প্রশাসনের এক উচ্চপদস্থ কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ভার্জিনিয়া অঙ্গরাজ্যের নিউ হ্যাম্পশায়ার কাউন্টি মাদক সম্পর্কিত অপরাধের কারণে কুখ্যাত। এর আগে, মেক্সিকো সীমান্তের ওপার থেকে মেক্সিকান মাফিয়ারা যুক্তরাষ্ট্রে মাদক পরিবহন ও বিক্রয়ের কার্যক্রম পরিচালনা করে বলে অভিযোগ করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই মাদক এর চালান নিউইয়র্ক, লস এঞ্জেলস এবং শিকাগোর মত বড় শহরে চলে যায় বলে জানান ট্রাম্প।
‘ওপিয়াম এবং এর উপজাত (ওপিওয়েড) থেকে তৈরি করা মাদকের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে,’ বলেছিলেন ট্রাম্প। ভার্জিনিয়ার দক্ষিণ সীমান্ত, যে এই মাদক ব্যবসার মূল উৎস সে বিষয়ে কোন সন্দেহই নেই তার।
মাদক ব্যবসায়ীদের এই নেটওয়ার্ক ধ্বংস করে যুক্তরাষ্ট্রকে বাঁচাতে ওপিওয়েড ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইন প্রবর্তন করতে চান ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ঐ কর্মকর্তা জানিয়েছেন, হ্যাম্পশায়ারেই তিনি এ ব্যপারে নিজের বক্তব্য তুলে ধরবেন।