নতুন আইনজীবী নিয়োগ দিয়েছেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন আইনজীবী হিসেবে জোসেফ ই. ডিজেনোভা’কে নিয়োগ দিয়েছেন।
সোমবার তাকে নিয়োগ দেয়া হয় এবং জানানো হয়, ট্রাম্পের বিরুদ্ধে এফবিআই এবং বিচার বিভাগ যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই তাকে নিয়োগ দেয়া হয়েছে।
ডিজেনোভা ছিলেন একজন সাবেক মার্কিন অ্যাটর্নি। ট্রাম্পের হয়ে তিনিই যে প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন তা নয় কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে রবার্ট মুলারের করা তদন্ত কমিটির বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করবেন তিনি।
ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী জে সেকুলো বলেন, ‘কলাম্বিয়া রাজ্যের সাবেক মার্কিন অ্যাটর্নি ডিজেনোভা এই সপ্তাহের শেষদিকে আমাদের দলে যোগ দিচ্ছেন। আমি ডিজেনোভার সাথে দীর্ঘদিন কাজ করেছি এবং তার প্রতি আমার পূর্ন ভরসা আছে যে তিনি প্রেসিডেন্টের আইনজীবী হিসেবে আমাদের একজন সম্পদে পরিণত হবেন।’
জানুয়ারিতে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ডিজেনোভো বলেছিলেন, ‘এফবিআই এবং ডিওজি’র কিছু সদস্য ষড়যন্ত্র করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এবং তাকে মিথ্যে অভিযোগে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’