সৌদি যুবরাজকে হোয়াইট হাউজে ট্রাম্পের স্বাগতম
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার রাতে মার্কিন প্রেসিডেন্টের দফতরে যান সৌদি যুবরাজ।
এবারের আলোচনায় মধ্যপ্রাচ্যের আঞ্চলিক ইস্যুর চেয়ে সৌদি আরবের দুর্নীতি বিরোধী অভিযানে আটককৃতদের শারিরীক নির্যাতনের বিষয়ে ট্রাম্প বেশি জোর দেবেন বলে আশা করছেন বিশ্লেষকরা। তবে নিজের ঘোষিত উচ্চাকাক্সিক্ষ পরিকল্পনা ভিশন ২০৩০ বাস্তবায়নে মার্কিন বিনিয়োগ আকৃষ্ট করার চেষ্টা করবেন সৌদি যুবরাজ।
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর দুপুরের খাবারে অংশ নেওয়ার কথা সৌদি যুবরাজের। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের সঙ্গে রাতের খাবারে অংশ নেওয়া ছাড়াও সৌদি যুবরাজ নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও, অর্থমন্ত্রী স্টেভেন ম্নুশিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রোজের সঙ্গে বৈঠক করবেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনাপরের সঙ্গেও বৈঠক করবেন সৌদি যুবরাজ। দুই সপ্তাহের যুক্তরাষ্ট্র সফরে মোহাম্মাদ বিন সালমানের নিউ ইয়র্ক, বোস্টন, সিলিকন ভ্যালি, লস এঞ্জেলস ও হাউসটন পরিদর্শনের পরিকল্পনা রয়েছে।