ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা খাতে ৭০৫ মিলিয়ন সহায়তা যুক্তরাষ্ট্রের
মেইল ডেস্ক :
চলতি বছর ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নয়ন খাতে ৭০৫ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার অঙ্গিকার করেছে মার্কিন কংগ্রেস।
কংগ্রেসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী লিবারম্যান।
লিবারম্যান এক সংবাদ সম্মেলনে বলেন, ২০১৮ সালের ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা উন্নয়ন কাজে যুক্তরাষ্ট্রের ৭০৫ মিলিয়ন ডলার সহায়তার কারণে আমরা আনন্দিত।এরফলে ইসরায়েল ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা গবেষণা এবং একাধিক পাল্লার ব্যবস্থার উন্নয়ন এবং সক্ষমতা আরও এগিয়ে যাবে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ইসরায়েলের স্বল্প পাল্লা থেকে দূর পাল্লার ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচিতে বিভিন্ন সহযোগিতা করে থাকে।
সূত্র : আনাদোলু এজেন্সি