শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 31 March, 2018 00:59
নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্ক

শান্তিরক্ষীদের সুরক্ষায় জাতিসংঘে রেজুলেশন আনার আহ্বান

শান্তিরক্ষীদের সুরক্ষায় জাতিসংঘে রেজুলেশন আনার আহ্বান
মেইল রিপোর্ট :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত শান্তিরক্ষীদের সাম্প্রতিক ব্যাপক হতাহতের ঘটনার প্রেক্ষাপটে তাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে সাধারণ পরিষদে রেজুলেশন আনার আহ্বান জানানো হয়েছে।

 

স্থানীয় সময় গত বুধবার নিরাপত্তা পরিষদে ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উন্নয়নে সম্মিলিত পদক্ষেপ’ শীর্ষক এক উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন শান্তিরক্ষীদের বিষয়ে রেজুলেশন আনার আহ্বান জানান।

সম্প্রতি পশ্চিম আফ্রিকার মালিতে দেশটির বিদ্রোহীদের দুটি পৃথক হামলায় ৭জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও ৮জন আহত হন।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উন্মুক্ত বিতর্ক সভার আয়োজন করে চলতি মার্চ মাসের সভাপতি নেদারল্যান্ডস। দেশটির প্রধানমন্ত্রী মার্ক রুটে এতে সভাপতিত্ব করেন। নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্র, ৭২টি সদস্য দেশ ও জাতিসংঘের বিভিন্ন আঞ্চলিক সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেন, ‘গতবছর কর্তব্যরত শান্তিরক্ষীদের নিহত হওয়ার ঘটনা ছিল রেকর্ড। এ অবস্থা পাল্টাতে অবশ্যই আমাদের সম্মিলিত পদক্ষেপ নিতে হবে।’ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেন, ‘জাতিসংঘে শান্তিরক্ষার প্রতিশ্রুতিগুলো আরও সুসংহত করে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে আমরা কাজ শুরু করতে পারি যা হবে পারস্পরিকভাবে শক্তিশালী। এজন্য সংশ্লিষ্ট সহযোগী দেশকে আলাদাভাবে দায়িত্ব নিতে হবে।’

তিনি বলেন, শান্তিরক্ষীদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের স্বার্থে বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদে রেজুলেশন গ্রহণসহ যে কোন গঠনমূলক মতামতকে সমর্থন জানাতে সদা প্রস্তুত রয়েছে। এ বছর ২৮ ফেব্রুয়ারি রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে নিয়োজিত চার বাংলাদেশি সেনা সদস্য নিহত এবং আরও চার বাংলাদেশি সেনা গুরুতর আহত হয়েছেন। এর আগে গত বছরের সেপ্টেম্বরে দেশটিতে বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং চারজন আহত হন।

উপরে