তরুণ অভিবাসীদের সুরক্ষা আইন ড্রিমার ইস্যুতে মত বদলালেন ট্রাম্প
আবারও তরুণ অভিবাসীদের সুরক্ষা আইন ড্রিমার ইস্যুতে মত বদলালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষর করা এই আইনের বিষয়ে তিনি বলেন, শিশু-কিশোর বয়সে অভিভাবকের সূত্র ধরে যুক্তরাষ্ট্রে আসা এই তরুণদের সুরক্ষার বিষয়ে কোন চুক্তি করা হবে না।
ট্রাম্প আরো বলেন, রিপাবলিকানদের অবশ্যই সিনেটে কঠোর সীমান্ত ও অভিবাসন আইন পাস করতে হবে। ডেমোক্রেটদের সঙ্গেও ‘ড্রিমার’ ইস্যুতে কোন চুক্তি হবে না।
নিজের টুইট পোস্টে ট্রাম্প বলেন, ‘মুক্ত ও উদার আইন সীমান্তরক্ষীদের তাদের দায়িত্ব পালনে বাধা দিচ্ছে এবং এই ইস্যুতে রিপাবলিকানদের পদক্ষেপ গ্রহণ করতে হবে।’ তবে ডোমেক্রেটদের সমর্থন ছাড়া রিপাবলিকানরা ট্রাম্পের সব দাবি-দাওয়া আইন পরিণত করতে পারবেন কি না তা অস্পষ্ট।
অন্য আরেক টুইটে ট্রাম্প অভিযোগ করেন, অভিবাসীরা ‘ড্রিমার’ প্রকল্প থেকে সুবিধা নেয়ার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বেশিরভাগ মানুষই যুক্তরাষ্ট্রে এসেছে ড্রিমার প্রকল্পের সুবিধা হাতিয়ে নেয়ার জন্য। এটি তাদের জন্য বিরাট সুযোগ। আর ডেমোক্রেটরা তা বাগিয়ে দিচ্ছে।’
এছাড়া টুইটে ট্রাম্প মেক্সিকোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি বন্ধেরও হুমকি দেন।