অধিকাংশ মার্কিনির ধারণা মিডিয়া ভূয়া খবর প্রকাশ করে
মেইল রিপোর্ট :
মার্কিন যুক্তরাষ্ট্রের মনমউথ ইউনিভার্সিটির এক জরিপে দেখা গেছে দেশটির অধিকাংশ মানুষের ধারণা প্রধান প্রধান মিডিয়াগুলো ভুয়া খবর প্রকাশ করে।
গত ২ মার্চ থেকে ৫ মার্চ পরিচালিত এ জরিপে দেখা যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ৪ জন নাগরিকের মধ্যে ৩ জন বা ৭৭ ভাগই বিশ্বাস করে টেলিভিশন ও পত্রিকাগুলোতে ভূয়া খবর প্রকাশ করা হয়।
গত বছর একই বিশ্ববিদ্যালয়ের একই ধরনের জরিপে এধরনের উত্তরদাতার হার ছিল ৬৩ ভাগ। এবার ৮০৩ জনের কাছ থেকে তথ্য সংগ্রহের পর দেখা যায় তাদের ৩১ ভাগ বিশ্বাস করেন প্রচলিত মিডিয়া ভুয়া খবর নিয়মিতই প্রকাশ বা সম্প্রচার করে।
আর ৪৫ ভাগ বিশ্বাস করে মিডিয়া কখনো কখনো বা অনিয়মিত হলেও ভূয়া খবর প্রকাশ করে।