শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 April, 2018 00:27

যুক্তরাষ্ট্রে ৯ হাজার পাগড়ি পড়ে বিশ্বরেকর্ড করল শিখরা

যুক্তরাষ্ট্রে ৯ হাজার পাগড়ি পড়ে বিশ্বরেকর্ড করল শিখরা
মেইল রিপোর্ট :

এবার একযোগে ৯ হাজার পাগড়ি পড়ে বিশ্বরেকর্ড করলেন যুক্তরাষ্ট্রে প্রবাসী শিখরা। নিউইয়র্কের টাইমস স্কয়ারে একসাথে পাগড়ি বেঁধে গিনেস বুকে নাম তুলেন তারা।  

শিখ সম্প্রদায়ের বার্ষিক পাগড়ি দিবসকে কেন্দ্র করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

পাঞ্জাবীদের সবচেয়ে বড় উৎসব বৈশাখীকে উপলক্ষ করে এই পাগড়ি দিবস অনুষ্ঠিত হয়। এই আয়োজনের মূখ্য উদ্দেশ্য ছিল এই সম্প্রদায়ের বিরুদ্ধে ঘটা নানান অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো।

এই অলাভজনক সংগঠনটির প্রতিষ্ঠাতা চানপ্রিত সিং চিটিআইকে জানিয়েছে, ৯০০০ পাগড়ি বেধে তারা উত্তেজিত। কয়েক ঘন্টায় বিশ্ব রেকর্ড করতে পারায় তারা অভিভূত। সংগঠনটি এই বিশ্বরেকর্ড করতে পারায় গিনেজ কর্তৃপক্ষের কাছ থেকে একটি সার্টিফিকেট পেয়েছে।

পাগড়ি দিবস উপলক্ষে অসংখ্য শিখ এবং আমেরিকান টাইমস স্কয়ারে উপস্থিত থেকে এই ঐতিহাসিক ঘটনা প্রত্যক্ষ করেন। পাগড়ি বাধার সময় তারা নানানভাবে শিখ সংস্কৃতিকে তুলে ধরবার চেষ্টা করেন।

৯/১১ হামলার পর থেকে মুসলিম সন্দেহে অনেক শিখ বিব্রতকর অবস্থার মুখে পড়েছে। তাই এই পাগড়ি দিবসের মাধ্যমে প্রবাসী শিখরা প্রমানের চেষ্টা করেছেন পাগড়ি তাদের নিজস্ব সংস্কৃতি। 

উপরে