শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 April, 2018 02:08

মেক্সিকোর মাদক সম্রাট রাফায়েলকে ধরতে ২০ মিলিয়ন ডলার পুরস্কার!

মেক্সিকোর মাদক সম্রাট রাফায়েলকে ধরতে ২০ মিলিয়ন ডলার পুরস্কার!
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী মেক্সিকোর মাদক সম্রাট রাফায়েল কারো কুইনটেরোকে ধরিয়ে দিতে পারলে ২০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেবে। 

রাফায়েল হচ্ছেন এফবিআই’র মোস্ট ওয়ান্টেড শীর্ষ ১০ ফেরারি আসামির একজন। ১৯৮৫ সালে রাফায়েল মাদক নিয়ন্ত্রণ প্রশাসনের কর্মকর্তা এনরিক ক্যামারেনা সালজারকে হত্যা করে এমন অভিযোগে তাকে খুঁজছে পুলিশ। মেক্সিকোর একজন মাদক গডফাদার হিসেবে রাফায়েলের পরিচিতি রয়েছে।

এফবিআই উপপরিচালক ডেভিড বোডিচ এক সাংবাদিক সম্মেলনে জানান, রাফায়েলকে ধরতে সাধারণ মানুষের সহায়তা প্রয়োজন। মেক্সিকোতে আড়াই হাজার একর জমিতে রাফায়েল যে মারিজুয়ানার খামার গড়ে তুলেছিলেন সেখানেই অপহরণের পর এনরিক ক্যামারেনা সালজারকে হত্যা করা হয়। 

রাফায়েলের সঠিক বয়স জানা না গেলেও ধারণা করা হয় তার বয়স ৫০ থেকে ৬০’এর মধ্যে। বিভিন্ন ধরনের মাদক চোরাচালান ও ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরেই রাফায়েল জড়িত।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাতকারে রাফায়েল নিজেকে একজন বৃদ্ধ হিসেবে উপস্থাপন করে জানান, তার বিরুদ্ধে যে হত্যার অভিযোগ আনা হয়েছে তা আসলে ভুল প্রতিশোধের কারণেই করা হয়েছে। তবে মাদক নিয়ন্ত্রণ সংস্থার কর্মকর্তা রবার্ট প্যাটারসন বলছেন, রাফায়েল ধোঁকা দিতে চাচ্ছে এবং মাদক সাম্রাজ্য পরিচালনা করে যাচ্ছে। 

রাফায়েলকে মেক্সিকো কারাগারে আটক করা সম্ভব হলেও কৌশলে সে ২০১৩ সালে বের হয়ে আসে এবং পুনরায় মাদক ব্যবসা শুরু করে। 

১৯৫০ সাল থেকে যুক্তরাষ্ট্রে ৫১৮ জন ফেরারি আসামির মধ্যে এপর্যন্ত ৪৮৪ জনকে ধরতে সমর্থ হয়েছে এফবিআই।

উপরে