সাবেক ফার্স্ট লেডি বারবারা বুশ আর নেই
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের মা বারবারা বুশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর।
তিনি ছিলেন সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের স্ত্রী, জর্জ ডব্লিউ বুশের মা।
পরিবারের একজন মুখপাত্র জিম ম্যাকগ্রাথ এক বিবৃতিতে বারবারা বুশের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
তার ছেলে সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ এক বিবৃতিতে জানান, আমার মা ৯২ বছর বয়সে চলে গেলেন। আমি সৌভাগ্যবান ব্যক্তি কারণ বারবারা বুশ আমার মা আর সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ আমার বাবা। আমরা পরিবারের সদস্যরা সবাই শোকার্ত।
একটি অনুষ্ঠানে মা বারবারা বুশের সঙ্গে জর্জ ডব্লিউ বুশ
বারবারা বুশের জন্ম ১৯২৫ সালের ৮ জুন। জর্জ এইচ ডব্লিউ বুশের সঙ্গে তার বিয়ে হয় ১৯৪৫ সালের ৬ জানুয়ারি। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে তারাই ছিলেন দীর্ঘ বিবাহিত দম্পতি।
১৯৮৯-১৯৯৩ মেয়াদে হোয়াইট হাউজে ফার্স্ট লেডি হিসেবে থাকার আট বছর পর তিনি ফিরে আসেন তার ছেলে জর্জ ওয়াকার বুশের অভিষেক অনুষ্ঠানে। তার ছেলে পুননির্বাচিত হলে চার বছর পর আরেকটি অভিষেক অনুষ্ঠানে হোয়াইট হাউজে আসেন বারবারা বুশ।