গোপনে কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিআইএ প্রধান
গোপনে উত্তর কোরিয়া সফর করেছেন সিআইএ প্রধান মাইক পম্পেও এবং কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।
চলতি মাসের শুরুর দিকে কঠোর গোপনীয়তার মধ্যে অনুষ্ঠিত এই সফরে তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করেন।
মার্কিন প্রেসিডন্টে ডোনাল্ড ট্রাম্প ও কিমের মধ্যে সম্ভাব্য বৈঠকের পরিকল্পনার অংশ হিসেবে এই সফর অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।
এই সংবাদ প্রকাশ্যে আসার আগে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ে সরাসরি কথা হয়েছে জানিয়ে বলেছিলেন বৈঠকের জন্য সম্ভাব্য পাঁচটি স্থান বিবেচনা করা হচ্ছে।
আগামী জুনের প্রথম দিকে এই বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প।
বিবিসি জনিয়েছে, যুক্তরাষ্ট্র সফররত জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে উত্তর কোরিয়া সম্পর্কে ট্রাম্প ফ্লোরিডায় জানিয়েছিলেন, খুবই উচ্চ পর্যায়ে আমাদের মধ্যে কথা হয়েছে।