পদত্যাগ করছেন ট্রাম্পের জ্বালানী উপদেষ্টা
মাইকেল ক্যাটানজারো।
মেইল রিপোর্ট :
পদত্যাগ করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্টের জ্বালানী ও পরিবেশনীতি বিষয়ক উপদেষ্টা মাইকেল ক্যাটানজারো।
নিজের সাবেক কর্মস্থল সিজিসিএন গ্রুপে ফিরে যাচ্ছেন তিনি। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এর সাথে কাজ করা ফ্রান্সিস ব্রুক।
ক্যাটানজেরো হোয়াইট হাউজের পরিচিত মুখ ছিলেন। ট্রাম্পের আক্রমনাত্বক কূটনীতি এবং জীবাশ্ন জ্বালানীর সমর্থনের ব্যাপারে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
ট্রাম্প ক্ষমতায় আসার পর বারাক ওবামার সরকারের নেয়া একের পর এক নেয়া পরিবেশ রক্ষার সিদ্ধান্ত বাতিল করেছেন। তাঁর মতে এর ফলে বানিজ্য ক্ষতিগ্রস্থ হচ্ছে।
অনেকে মনে করেন ট্রাম্পের এই সিদ্ধান্ত নেবার পেছনে ক্যাটানজারোর ভূমিকা ছিল।