শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 21 April, 2018 15:51

ট্রাম্প-রাশিয়া-উইকিলিকসের বিরুদ্ধে মামলা

ট্রাম্প-রাশিয়া-উইকিলিকসের বিরুদ্ধে মামলা
মেইল রিপোর্ট :

২০১৬ সালে মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের দিকে ঝোঁকায় রাশিয়া, ট্রাম্পের প্রচারণা টিম ও উইকিলিকসের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি)। 

শুক্রবার ম্যানহাটনের ফেডারেল ডিসট্রিক্ট কোর্টে ওই মামলা দায়ের করা হয়েছে। খবর ওয়াশিংটন পোস্টের।

ওই মামলায় অভিযোগ করা হয়েছে, ট্রাম্পের প্রচারণা টিমের শীর্ষ কর্তাব্যক্তিরা রাশিয়ার সরকার ও তাদের সামরিক গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ডেমোক্রেট প্রেসিডেন্সিয়াল প্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তারা ডেমোক্রেটিক পার্টির কম্পিউটার নেটওয়ার্ক হ্যাক করে ও সেখান থেকে তথ্য চুরি করে নেয়।

ডিএনসি চেয়ারম্যান টম পেরেজ এক বিবৃতিতে বলেন, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় রাশিয়া আমাদের গণতন্ত্রের ওপর পুরোমাত্রায় হামলা চালায়। এসময় তারা ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা টিমে একজন ইচ্ছুক ও সক্রিয় সঙ্গীও পেয়ে যায়।

তিনি বলেন, নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিদেশি শত্রুপক্ষের সঙ্গে জোটবদ্ধ হওয়ার মধ্য দিয়ে নজিরবিহীন বিশ্বাস ভঙ্গের ঘটনা ঘটেছে।

ওই মামলায় আরও বলা হয়েছে, ট্রাম্পের সহযোগী ও রাশিয়ার যোগসাজশে করা হ্যাকিং নির্বাচনে অবৈধ হস্তক্ষেপের ষড়যন্ত্রের শামিল। এ ঘটনায় ডেমোক্রেটিক পার্টি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে মার্কিন নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে বিশেষ কাউন্সিল রবার্ট মুলার তদন্ত করছেন। 

এর আগে, গেলো মাসে হাউজ ইন্টিলেজেন্স কমিটিতে রিপাবলিকানরা জানায় নির্বাচনী প্রচারণায় প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগীরা রাশিয়ান কর্মকর্তাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন এমন কোনো প্রমাণ পাননি তারা। যদিও ডেমোক্রেটরা রিপাবলিকানদের এ ধরনের দাবি তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করে।

উপরে