‘একঘরে হয়ে পড়তে পারে যুক্তরাষ্ট্র’
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে সরে আসার পর যুক্তরাষ্ট্র এখন বিশ্বে একঘরে হওয়ার বিপদের মুখে রয়েছে।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের জন্য অপরিহার্য কিন্তু একাকী হয়ে পড়ার বিপদ বাড়ছে।’ গত শুক্রবার, ১১ মে ২০১৮ আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বুশ এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের সাবেক যেসব প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করছেন বুশ হলেন তাদের অন্যতম। এর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা ইস্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পকে বিভ্রান্ত করা হয়েছে।
গত মঙ্গলবার, ৮ মে ২০১৮ ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। সারা বিশ্ব বিশেষ করে ইউরোপের মিত্ররা মার্কিন প্রেসিডেন্টের এ ঘোষণার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন। তবে ট্রাম্প তার সিদ্ধান্তে অনড় রয়েছেন এবং ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন।