ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করার হুমকি ট্রাম্পের
কানাডার ক্যুইবেক প্রদেশের চার্লভয় অবকাশ কেন্দ্রে সদ্য অনুষ্ঠিত সেভেন সামিটে ভারতকে রীতিমত হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প জানিয়েছেন, ‘মার্কিন দ্রব্যের উপর কর না কমালে ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ করে দেবে আমেরিকা।
প্রকাশ্যে তিনি অভিযোগ করেছেন, আমেরিকা থেকে আমদানি করা দ্রব্যের উপর ১০০ শতাংশ কর বসাচ্ছে ভারত। অথচ ভারত যা রপ্তানি করে সেদেশে তাতে কোনও কর নেওয়া হয় না। এটা আর কোনওভাবেই মেনে নেবে না আমেরিকা। যদিও শুধু ভারত নয় এই তালিকায় অনেক দেশই রয়েছে। তাদের সঙ্গেও এই নিয়ে কথা হয়েছে। ভারত যদি এই কর না কমায় তাহলে বাণিজ্য বন্ধ করতে বাধ্য হব আমরা। এই নীতি সেই সব দেশের ক্ষেত্রেও নেওয়া হবে।’
ট্রাম্প জানিয়েছেন, এতে তাঁর দেশের রপ্তানি বাণিজ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিক্ষেত্র। দেশে একাধিক জিনিসের উপর কর কমানো হয়েছে যাতে সেটা সাধরণের আয়ত্তে আসে। কিন্তু রপ্তানি করতে গিয়ে দেখা যাচ্ছে তার দ্বিগুণ টাকা খরচ হয়ে যাচ্ছে।
হার্লে ডেভিডসন বাইক আমদানিতে ভারত যে মাত্রাতিরিক্ত কর আরোপ করেছে তাতে ব্যবসার ক্ষতি হচ্ছে বলেও অবিযোগ করেছেন ট্রাম্প। ভারত সরকার সম্প্রতি আমদানি বাণিজ্যে ৭৫ শতাংশ থেকে কর কমিয়ে ৫০ শতাংশ করেছে। তাতেও সন্তুষ্ট নন ট্রাম্প।
তার দাবি, বাইক আমদানিতে আমেরিকা যেমন কোনও কর নেয় না। সেরকম ভারতকেও করতে হবে।
মোদিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভীষণ ভাল মানুষ। আশাকরি তিনি আমাদের অবস্থাটা বুঝবেন। যেভাবে ৭৫ শতাংশ থেকে কর কমিয়ে ৫০ শতাংশ করেছেন। সেভাবেই কর শূন্য করবেন আমদানির উপর।