অভিবাসীদের বিচ্ছিন্ন করা থেকে সরে আসলেন ট্রাম্প
অভিবাসী পরিবারের সন্তানদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার আইন থেকে সরে এসেছে হোয়াইট হাউস। অভিবাসী পরিবারগুলোকে এক সাথে রাখতে একটি নির্বাহী আদেশে স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বাক্ষর করেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এমন একটা কিছু করতে যাচ্ছি যা অভিভাসী পরিবারকে বিচ্ছিন্ন হওয়ার হাত থেকে রক্ষা করবে।
বিবিসিতে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘আমরা পরিবারগুলোকে একসঙ্গে রাখতে যাচ্ছি।’
এর আগে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসীদের সঙ্গে আসা শিশুদের তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন করার আইন প্রয়োগের কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তার এই সিদ্ধান্তের সমালোচনা করেন সবাই। নিজ দলের নেতাদের তোপের মুখেও পড়েন ট্রাম্প। এমনকি ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন। মেলানিয়া এই ব্যবস্থাকে অনৈতিক বলে নির্দেশ করেছেন।