ট্রাম্প-পুতিন বৈঠক হতে পারে জুলাই মাসে
আগামী ১৩ জুলাই যুক্তরাজ্য সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন এই সফরে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করবেন তিনি।
এমনটা জানিয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড জনসন।
খবরটি পুরনো হলেও নতুন খবর হচ্ছে জুলাইয়ের মাঝামাঝিতে দেখা করার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের কূটনীতিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
যুক্তরাজ্যের সফর এবং ন্যাটোর শীর্ষ সম্মেলনের ফাঁকে এই দুই নেতা মিলিত হবার পরিকল্পনা করছেন।
এক কূটনীতিক কর্মকর্তা সিএনএনকে বলেন, ট্রাম্প প্রশাসন চায় ওই বৈঠক ওয়াশিংটনে হোক। কিন্তু মস্কো চায় নিরপেক্ষ কোনো লোকেশনে এই বৈঠক হোক।
তিনি আরও বলেন, এই বৈঠক হবার সম্ভাব্য লোকেশন ভিয়েনা। যদিও এ নিয়ে এখনও কোন সরকারি ঘোষণা আসেনি।
রবার্ট উড স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, এই সাক্ষাৎ হবে খুবই গুরুত্বপূর্ণ।