শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 June, 2018 03:14

মেলানিয়া ট্রাম্পের জ্যাকেট বির্তক!

মেলানিয়া ট্রাম্পের জ্যাকেট বির্তক!
মেইল রিপোর্ট :

মা-বাবার কাছ থেকে সরিয়ে নেয়া দুই হাজারের বেশি শিশুর ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার মধ্যেই টেক্সাসের একটি ডিটেনশন সেন্টার পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। ওই শিবিরে ৫৮টি পরিবারের বিচ্ছিন শিশু রয়েছে। 

বৃহস্পতিবার তিনি টেক্সাসের ওই ডিটেনশন সেন্টার পরিদর্শনের সময় পরিধান করেছিলেন বিতর্কিত বার্তা সম্মলিত একটি জ্যাকেট। আর নিয়ে এরই মধ্যে তোলপাড় বিশ্ব মিডিয়া। 

মেলানিয়ার তার গায়ে জারা ব্রান্ডের জ্যাকেটটির পিছনে লেখা ‘আই রিয়েলি ডোন্ট কেয়ার, ডু ইউ?’ অর্থাৎ আমি বাস্তবেই কিছু পরোয়া করি না, আপনি করেন কি? মেলানিয়ার জ্যাকেটের এই একটি বাক্য নিয়ে তোলপাড় চলছে বিশ্ব মিডিয়ায়। 

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্প অভিবাসন নীতিতে যে শূন্য সহনশীলতা গ্রহণ করেছেন তার প্রতি তো থোড়াই কেয়ার বোঝাতে মেলানিয়া অমন বাক্য সম্বলিত জ্যাকেট পরেছেন। এমনিতেই তিনি আগে ট্রাম্পের অভিবাসন নীতিতে উদ্বেগ প্রকাশ করেছিলেন। 

কড়া সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্টলেডি লরা বুশও।

স্ত্রী মেলানিয়া যখন ওই জ্যাকেট পরেছেন তখন তাকে ভিন্নখাতে প্রবাহিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, মেলানিয়া আসলে ওই বাক্যটি দিয়ে ফেইক নিউজ মিডিয়া বা ভুয়া সংবাদ মাধ্যমকে বুঝিয়েছেন।

ওইসব মিডিয়ার প্রতি ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেছেন, মেলানিয়া জানতে পেরেছে তারা (মিডিয়া) কত অসৎ এবং তাদের প্রতি সে আর কোনো তোয়াক্কাই করে না। ফলে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

মেলানিয়া ট্রাম্প ওয়াশিংটন থেকে নিয়ন্ত্রণহীন একটি মিশনে বের হন, যখন অভিবাসন নীতি নিয়ে তীব্র এক মানবিক সঙ্কট সৃষ্টি হয়েছে। আর মেলানিয়ার এমন পোশাক পরায় সেই বিতর্ক আরও এক ধাপ বেড়ে গেছে।

ফ্যাশন ব্রান্ড জারার ৩৯ ডলার দামের ওই পোশাকটি পরে মেলানিয়া সীমান্ত এলাকায় আটক রাখা শিশুদের দেখতে যান। 

পরে তার মুখপাত্র বলেন, মেলানিয়া একটি জ্যাকেট পরেছিলেন। তবে তাতে এমন কোনো বার্তা লেখা নেই যা লুকানো। অভিবাসন নীতিতে শিশুদের আটকে রাখার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পও।

বৈধ কাগজপত্র ছাড়া যুক্তরাষ্ট্রে প্রবেশকারীদের বিরুদ্ধে দেশটির সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণার পর এই শিশুদের তাদের মা-বাবার কাছ থেকে সরিয়ে ওই ডিটেনশন সেন্টারে রাখা হয়।

যদিও বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে করেছেন করেছেন, যেটি তার ওই নীতি থেকে সরে আসার ইঙ্গিত দেয়। ওই আদেশ অনুযায়ী, অভিবাসী পরিবারগুলো তাদের এ সংক্রান্ত মামলা শুনানি শুরু হলে একত্রে (ডিটেনশন সেন্টারে) থাকতে পারবে।

এদিকে বৃহস্পতিবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন জানিয়েছে, তারা প্রেসিডেন্টের নির্বাহী আদেশ অনুযায়ী পরিবারগুলোকে পুনরেকত্রিকরণে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। তবে এই শিশুদের মা-বাবারা যেহেতু অভিবাসন সংক্রান্ত মামলার শুনানির জন্য জেল হাজতে রয়েছেন, ফলে একত্রিকরণ কীভাবে করা হবে তা সংস্থাটি পরিষ্কার করেনি।

উপরে