শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 June, 2018 18:47

জেবিবিএ’র পথমেলা ২২ জুলাই

জেবিবিএ’র পথমেলা ২২ জুলাই
মেইল রিপোর্ট :

নিউইয়র্কে বাংলাদেশী ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস অ্যাসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ) আগামী ২২ জুলাই রোববার পথমেলার আয়োজন করেছে। 

অ্যাসোসিয়েশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 

জ্যাকসন হাইটসের ৩৭ রোড ও ৭৬ স্ট্রিটের বিশাল পরিসরে অনুষ্ঠেয় পথমেলাকে জাঁকজমক করতে ব্যাপক প্রস্তুতি চলছে। ঢাকা ও নিউইয়র্কের জনপ্রিয় সঙ্গীতশিল্পীরা মেলায় অংশ নেবেন। এছাড়াও থাকছে আকষর্ণীয় র‌্যাফেল ড্র, যাতে প্রথম পুরস্কার থাকছে ব্রান্ডনিউ গাড়ি। 

গত ২০ জুন বুধবার জেবিবিএ’র উপদেষ্টা, পরিচালকমন্ডলী ও ব্যবসায়ীদের এক যৌথসভায় হাটবাজার গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী মনসুর এ. চৌধুরীকে আহ্বায়ক, খামারবাড়ি গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী কামরুজ্জামান কামরুলকে সদস্য সচিব এবং রূপালী ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোশাররফ হোসেনকে প্রধান সমন্বয়কারী করে মেলা কমিটি গঠন করা হয়েছে। 

সংগঠনের প্রধান উপদেষ্টা ও হাটবাজার গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী মহসীন ননীর সভাপতিত্বে এবং পরিচালক ও তিতাস সুপার মার্কেটের সত্ত্বাধিকারী আবুলফজল দিদারুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও উপদেষ্টা মোহাম্মদ পিয়ার, পরিচালক ও উপদেষ্টা মহসীন মিয়া, উপদেষ্টা মোহাম্বমদ ফরিদ রহমান ও কাজী মন্টু, সাবেক সহ-সভাপতি হারুণ ভূঁইয়া, মনসুর এ চৌধুরী, কামরুজ্জামান কামরুল, সাবেক নির্বাচন কমিশনার রুহুল আমীন সরকার, সাবেক সাংস্কৃতিক সম্পাদক রাশেদ আহম্মেদ, সাবেক যুগ্ম সম্পাদক ফাহাদ সোলায়মান, ড. রফিক আহমেদ, সাবেক কার্যকরী সদস্য জে. মোল্লা সানী, সিরাজুল ইসলাম কামাল, আব্দুর রহমান বিশ্বাস, সাবেক কোষাধ্যক্ষ সেলিম হারুন, সাবেক কার্যকরী সদস্য মোশাররফ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক মাহমুদ হোসাইন বাদশা, সাবেক কার্যকরী সদস্য কামরুজ্জামান বাচ্চু, শাহ চিশতী প্রমুখ।  

মেলা কমিটির অন্য কর্মকর্তারা হলেন, যুগ্ম আহ্বায়ক সেলিম হারুন ও মাহমুদ হোসাইন বাদশা, যুগ্ম সদস্য সচিব জে. মোল্লা সানী, সাংস্কৃতিক উপ-কমিটির প্রধান রাশেদ আহম্মেদ, মঞ্চসজ্জা ও নিরাপত্তা উপ-কমিটির প্রধান ফাহাদ সোলায়মান, অর্থ উপ-কমিটির প্রধান কাজী শাসমসুদ্দোহা, অভ্যর্থনা উপ-কমিটির প্রধান ইকবালুর রশীদ লিটন, সম্মাননা উপ-কমিটির প্রধান সোহেল এস. রানা, প্রচার উপ-কমিটির প্রধান সাজ্জাদ হোসাইন, প্রকাশনা উপ-কমিটির প্রধান সাকিল মিয়া প্রমুখ। 

মেলার সার্বিক তত্ত্বাবধানে থাকবেন খামারবাড়ি গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী হারুণ ভূঁইয়া, প্রিমিয়াম গ্রুপের অন্যতম সত্ত্বাধিকারী সোহাগ আজম ও বাবু খান, ইত্যাদি গ্রুপের সত্ত্বাধিকারী আবু নোমান শাকিল, ডিটিএনওয়াই বাই সুইটির সত্ত্বাধিকারী মো. সেন্টু, কবীর বেকারি জ্যাকসন হাইটসের সত্ত্বাধিকারী মোহাম্মদ জামান, মীনাবাজারের অন্যতম সত্ত্বাধিকারী আব্দুস সবুব জাহাঙ্গীর, চট্টগ্রাম গ্রোসারির সত্ত্বাধিকারী ঋষি ধাম। 

এছাড়া আয়োজক কমিটির সদস্যরা হলেন, কামরুজ্জামান বাচ্চু, শাহ চিশতী, শ্যামল নাথ, শাহ জে. চৌধুরী, সনাতন শীল, মোহাম্মদ বাবুল, মো. পারভেজ প্রমুখ। 

উপরে