শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2018 12:31

নিউইয়র্কে বইমেলায় তসলিমা নাসরিন

নিউইয়র্কে বইমেলায় তসলিমা নাসরিন
মেইল রিপোর্ট :

আলোচিত-সমালোচিত  নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন এবার নিউইয়র্কের বইমেলায় যোগ দিয়েছিলেন। প্রকাশক অঙ্কুর ও চারদিক প্রকাশনীর স্বত্ত্বাধিকারী মেসবাহ আহমেদের আমন্ত্রণে তসলিমা বই মেলায় আসেন।

নির্বাসিত কবি ও লেখক  তসলিমাকে এক নজর দেখতে দর্শনার্থীরা ভিড় ছিল চেখে পড়ার মত। দর্শনার্থীরা এ সময় অনেকে তাঁর সঙ্গে কথা বলেন ও ছবি তোলেন।

মিসবাহউদ্দিন আহমেদ বলেন, ‘তসলিমা নাসরিন এসে আমার স্টলে দাঁড়াতে না দাঁড়াতেই মেলার প্রচুর দর্শনার্থী আমার স্টলে ভিড় করেন। তাঁর সঙ্গে কথা বলা ও ছবি তোলার জন্য সবাই মরিয়া হয়ে উঠেছিলেন। আমাদের প্রকাশিত তাঁর দুটি বই “ফরাসি প্রেমিক” ও “শোধ” নিয়ে তিনি দ্রুত মেলা ত্যাগ করেন। তাঁকে নিয়ে মানুষের ভিড়ে মেলা ভন্ডুল হওয়ার আশঙ্কায় তিনি তাড়াতাড়ি চলে যেতে বাধ্য হন।’
 
জ্যাকসন হাইটসের পিএস ৬৯ স্কুলের বইমেলায় ঢুকতেই তসলিমা নাসরিনের দেখা হয় মানবাধিকারকর্মী সিতাংশু গুহের। তাঁর সঙ্গে কুশলাদি বিনিময় করতে করতে পাঁচ মিনিটের মধ্যে তসলিমা নাসরিনকে ঘিরে মানুষের ভিড় জমে জমে যায়। 

সিতাংশু গুহ বলেন, তসলিমা এক সপ্তাহ নিউইয়র্কে থাকবেন। তাঁকে অতিথি করে একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আমি সময়সূচি নিয়েছি।’

উল্লেখ্য, তসলিমা নাসরিন তাঁর বিতর্কিত লেখার জন্য মৌলবাদীদের রোষানলে পড়েন। পরে ১৯৯৪ সালে তাঁকে দেশত্যাগ করতে হয়। এরপর বিশ্বের বিভিন্ন দেশে তিনি বসবাস করেন। বর্তমানে তিনি সুইডেনের নাগরিক। তবে বসবাস করছেন পশ্চিমবঙ্গের কলকাতায়। 

উপরে