শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 July, 2018 00:45

যুক্তরাষ্ট্রে শরণার্থী ভবনে ছুরি হামলায় আহত ৯

যুক্তরাষ্ট্রে শরণার্থী ভবনে ছুরি হামলায় আহত ৯
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের পুলিশ জানিয়েছে, শনিবার রাতে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হয়েছেন। 

বয়ছে অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যে গণছুরি হামলার ঘটনা ঘটেছে, সেখানে শরণার্থীদের পরিবাররা বসবাস করেন। 

বয়ছে পুলিশ প্রধান বিল বোনস বলেন, আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েকজনের আঘাত গুরুতর। যদিও এই মুহূর্তে কেউ মারা যায়নি।

এদিকে শনিবারের ওই হামলার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে ৩০ বছর বয়সী এই ব্যক্তি এখন পুলিশ হেফাজতে আছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, একজন দুর্বৃত্ত এই হামলা চালিয়েছে। বিনা উসকানিতেই সে এমনটা করেছে। উইলি স্ট্রিট অ্যাপার্টমেন্টে এই হামলার পর আমাদের কমিউনিটি শোকে বিহ্বল হয়ে পড়েছে।

বোনস বলেন, আমরা রাত ৮টা ৪৬ মিনিটে ছুরি হামলার রিপোর্ট পাই এবং চারমিনিটের মধ্যেই ঘটনাস্থলে যাই। আমাদের অফিসাররা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের গাড়ি পার্কিং ও ভবনের ভেতর ভিকটিমদের দেখতে পায়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলার পর সন্দেহভাজন ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কিছুটা দূর থেকে ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।

তদন্তকারীরা বলেছেন, ওই সন্দেহভাজন ব্যক্তি এই হামলা চালিয়েছেন কিনা সেটি তারা জানেন না। এদিকে ভিকটিমদের নাম ও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি পুলিশ।

উপরে