ট্রাম্পের মুখের আদলে নতুন মাদক ‘ট্রাম্প পিল’
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার ঘোষণা দেয়ার পর থেকেই নানা বিতর্কিত মন্তব্য করে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের মতো নতুন এক ধরনের উত্তেজক মাদক।
এই মাদক দেখতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখের মতো৷ সম্প্রতি ইন্ডিয়ানা রাজ্য থেকে এই মাদকের ট্যাবলেটগুলো উদ্ধার করে পুলিশ৷
এ মাদক মানুষের শরীরে এক ধরনের বিশেষ উত্তেজনা সৃষ্টি করে। এর ব্যবহারে শরীরে যৌন চাহিদা বাড়ে। নাইট পার্টিসহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করা হয় এ মাদক।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কমলা রঙের ট্যাবলেটগুলো ইন্ডিয়ানাসহ আশপাশের রাজ্যগুলোতে পাচার করার জন্যই সেখানে জমা করা হয়েছিল।
ট্যাবলেটগুলো উদ্ধারের পর প্রথমে অবাকই হয়েছিল পুলিশ। কারণ এতে শুধু ট্রাম্পের মুখের আকারই নয়, প্রেসিডেন্ট নির্বাচনের সময় তিনি যে স্লোগান ব্যবহার করেছিলেন তা লেখা রয়েছে ট্যাবলেটের পেছনে। আবার কোনোটির পেছনে খোদাই করা রয়েছে ট্রাম্পের নাম।
পুলিশ আরও জানায়, আগামীদিনেও এ মাদক উদ্ধার অভিযান বজায় রাখবেন তারা৷ এ জন্য পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালানো হবে। এরই মধ্যে এ মাদকের সঙ্গে জড়িত অভিযোগে ১২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।