পদত্যাগ করলেন ট্রাম্প সহযোগী স্কট প্রুইট
মার্কিন পরিবেশ রক্ষা সংস্থার প্রধান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্কট প্রুইট পদত্যাগ করেছেন। শুক্রবার এমনটা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
পরিবেশ রক্ষা সংস্থার প্রধান হিসেবে কার্যালয়ে তার কর্ম পরিচালনা ও অর্থ ব্যয় বিষয়ক কেলেঙ্কারির মুখে পদত্যাগ করেছেন প্রুইট।
প্রুইটের পদত্যাগের বিষয়ে ট্রাম্প এক টুইটে বলেন, আমি পরিবেশ রক্ষা সংস্থার প্রশাসক হিসেবে স্কট প্রুইটের পদত্যাগপত্র গ্রহণ করেছি।
তিনি আরও বলেন, সংস্থায় থাকাকালীন সময়ে স্কট অসাধারণ কাজ করেছেন। আমি এজন্য তার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো।
ট্রাম্প জানান, প্রুইটের সহকারী ও সাবেক কয়লা লবিস্ট এনড্রিও হুইলার সোমবার থেকে পরিবেশ রক্ষা সংস্থার প্রধান হিসেবে যোগ দেবেন।
প্রুইটের বিরুদ্ধে সংস্থাটির প্রধান থাকাকালীন সময়ে ভ্রমণ খরচ, নিরাপত্তা ব্যয় ও সরকারি সম্পদের অপব্যবহার বিষয়ক নৈতিক প্রশ্ন জোরদার হচ্ছিল। তবে তিনি কোন প্রকারের অপরাধ করার কথা অস্বীকার করেছেন।