‘ফাউল টক করে মানুষকে ধোকা দেওয়ার দিন শেষ’
ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেছেন, ‘ফাউল টক করে মানুষকে ধোকা দেওয়ার দিন শেষ। এখন সবকিছু হাতের মুঠোয়। কাউকেই বোকা ভাবার অবকাশ নেই। আর এটি সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের কারণে।’
যুক্তরাষ্ট্রে চট্টগ্রামবাসীর কল্যাণে প্রতিষ্ঠিত ‘চট্টগ্রাম সমিতি’র উদ্যোগে মঙ্গলবার রাতে (২৪ জুলাই) এক মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের রূপকার জয়ের পরিকল্পনা অনুযায়ী তারই মা শেখ হাসিনার দক্ষতাপূর্ণ নেতৃত্বে বাংলাদেশ এখন ঘুরে দাঁড়িয়েছে। সকলেই সবকিছু জানতে সক্ষম হচ্ছেন। চট্টগ্রামে কী হচ্ছে তা আপনারা এই নিউইয়র্কে বসেই অনুধাবনে সক্ষম হচ্ছেন। তাই সাময়িক হাততালি পাওয়ার জন্যে মিথ্যার অবতারণা তথা অতিরঞ্জনে কোনো লাভ নেই।’
সাইফুজ্জামান চৌধুরী জাভেদ বলেন, ‘এরশাদের আমলেও উন্নয়ন দেখেছি। তবে তা সীমাবদ্ধ ছিল রাজধানী ঢাকা এবং রংপুরে। আর এখন সমতার ভিত্তিতে সারা বাংলাদেশে উন্নয়ন কার্যক্রম চলছে। স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবে উদ্ভাসিত। চট্টগ্রামে দীর্ঘতম ফ্লাইওভার হয়েছে। চট্টগ্রামের জলাবদ্ধতার অবসানে ৫ হাজার কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। টানেল হচ্ছে চট্টগ্রামে। এভাবেই ৫৬ হাজার বর্গমাইলের ছোট্ট একটি বাংলাদেশ ১৬/১৭ কোটি মানুষের ভারে জর্জরিত হওয়া সত্ত্বেও বিশ্বের কাছে উন্নয়নের বিস্ময়ে পরিণত হয়েছে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ উন্নয়নে বিশ্বাসী এবং সে পথেই হাঁটছে বাংলাদেশ। উন্নয়নের ধারাবাহিকতা অটুট রাখার স্বার্থেই সামনের নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের বিকল্প নেই এবং আমরা আশাবাদি সে রায়ই দেবেন সচেতন বাঙালিরা।’
চট্টগ্রাম-১১ আসনের এমপি জাভেদ বলেন, ‘অক্টোবরে আমরা সবাই পদত্যাগ করব। ডিসেম্বরের নির্বাচনে চট্টলার মানুষ যদি আবারও এমপি হিসেবে নির্বাচিত করেন, তাহলে হয়তো নবরূপে সাক্ষাৎ ঘটবে আপনাদের সঙ্গে। এজন্য আপনাদের দোয়া চাই।’
চট্টগ্রাম সমিতির সভাপতি আব্দুল হাই জিয়ার সভাপতিত্বে নিউইয়র্ক সিটির ব্রুকলীনে ‘চট্টগ্রাম ভবন’-এ অনুষ্ঠিত এ সমাবেশ পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী খান লিটন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন-সন্দ্বীপ অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফ হোসেন, যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের প্রবাসী কল্যাণ সম্পাদক হাজী জাফরউল্লাহ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু প্রজন্মলীগের সেক্রেটারি মাসুদ রানা প্রমুখ।