যুক্তরাষ্ট্রে ঘন জঙ্গলে সড়ক দুর্ঘটনা, নিহত ৩
মেইল রিপোর্ট :
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে গাড়ি দুর্ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, দুর্ঘটনাটি শনিবার সন্ধ্যায় হয়েছে। তবে ঘন জঙ্গলের মধ্যে দুর্ঘটনাকবলিত গাড়িটিকে রবিবার খুঁজে পায় স্থানীয় ব্যক্তিরা।
গাড়িতে থাকা যাত্রীদের বয়স ১৯ থেকে ২০ বছরের মধ্যে। অতিরিক্ত গতি দুর্ঘটনার কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই অঙ্গরাজ্যে চলতি বছর মহাসড়কে দুর্ঘটনায় ৭০ জনেরও বেশি লোক নিহত হয়েছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি।