শিরোনাম
বাংলাদেশকে ১ বিলিয়ন ডলার দেবে এনডিবি ফের মার্কিন নিষেধাজ্ঞার কবলে ইরানের পরমাণু কর্মসূচি গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত টেলিগ্রামকে রাশিয়ার ৮০ হাজার ডলার জরিমানা ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 9 August, 2018 02:48

মধ্যবর্তী নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে মার্কিন নারীরা

মধ্যবর্তী নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে মার্কিন নারীরা
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে রয়েছেন নারীরা। বলা হচ্ছে, নভেম্বরের নির্বাচনে গভর্নর ও হাউজ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী।

বুধবার (৮ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবরে বলা হয়, মঙ্গলবারের পর চারটি আসনে গভর্নরের জন্য ১১ জন এবং হাউসের জন্য ১৭৩ জন নারী প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনীতিতে নারীদের ক্রমবর্ধমান সফলতার কারণে উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে।

মঙ্গলবার প্রাথমিক মনোনয়নে দেখা যায়, ক্যানসাস, মিশিগান, মিসৌরি ও ওয়াশিংটন এ চারটি আসনে সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থী মনোনীত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এ থেকে স্পষ্ট বোঝা যায়, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকবেন নারী প্রার্থীরা। 

মিশিগান ও কানসাসে ডেমোক্রেটদের পক্ষে গ্রিটচেন হুইটমার ও লরা কেলির মনোনয়ন পাওয়ার মাধ্যমে গভর্নর নির্বাচনে লড়বেন ১১ জন নারী। এর আগে ১৯৯৪ সালে এ দু’টি অঙ্গরাজ্যে সর্বোচ্চ ১০ জন নারী মনোনয়ন পেয়েছেন।

আসন্ন নির্বাচনে হাউসের জন্য কমপক্ষে ১৭৩ জন নারী মনোনয়ন পেয়ে নির্বাচনে লড়বেন। এর আগে ২০১৬ সালে হাউসে সর্বোচ্চ সংখ্যক নারী ছিলেন ১৬৭ জন। 

সেন্টার ফর আমেরিকান উইমেন অ্যান্ড পলিটিক্স (সিএডব্লিউপি) এর পরিচালক ড্যাবি ওয়ালশ বলেন, আসন্ন নির্বাচন সর্বোচ্চ সংখ্যক নারী প্রার্থীর নির্বাচন হতে যাচ্ছে। 

এদিকে নভেম্বরের হাউজ নির্বাচনে অন্যতম প্রধান নির্বাচন হবে ওহিয়ো অঙ্গরাজ্যে। এ রাজ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জয়ের দাবি করেছেন। ১৯৮৩ সাল থেকেই আসনটি রিপাবলিকানদের দখলে। তবে বিশ্লেষকরা বলছেন, নভেম্বরে হাউজ নির্বাচনে রিপাবলিকানদের প্রাধান্যকে ভেস্তে দেওয়ার সুযোগ পাবে ডেমোক্রেটরা। 

উপরে