শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 10 August, 2018 02:14

চীনের আরও ২৭৯ পণ্যে শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র

চীনের আরও ২৭৯ পণ্যে শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র
মেইল রিপোর্ট :

চীনের সঙ্গে পুরোদমে বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। শুল্কারোপের লক্ষ্যে নতুন করে বেইজিংয়ের আরও ২৭৯টি পণ্যের তালিকা প্রস্তুত করেছে ওয়াশিংটন। 

মার্কিন বাণিজ্য দূতের কার্যালয় থেকে ৪৬ দিনের জনমত ও পর্যালোচনা শেষে মূল তালিকা করা হয়েছে।

তালিকা থেকে অনেক পণ্যের নাম বাদ দেয়া হয়েছে। মার্কিন বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটাইজার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তাদের প্রায় ১ হাজার ১০২টি পণ্য লক্ষ্য করে শুল্ক বসানো হয়।

চলতি বছরের জুনে ৫ হাজার কোটি ডলারের পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শুল্কারোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২৩ আগস্ট থেকে এ শুল্কারোপ পুরোপুরি কার্যকর হবে। বুধবার এ খবর জানিয়েছে এএফপি।

ইতিমধ্যে চীনের ৩ হাজার ৪০০ কোটি ডলারের পণ্যের ওপর শুল্ক চলতি বছরের ৬ জুলাই থেকে কার্যকর হয়েছে। মার্কিন কোম্পানিগুলোর উদ্বেগের কারণে অবশিষ্ট ১ হাজার ৬০০ কোটি ডলারের পণ্যের শুল্ক স্থগিত করা হয়। ২৩ আগস্ট থেকে সেটাই কার্যকর হবে।

নিজেদের পণ্যে শুল্কারোপের ইতিমধ্যে পাল্টা জবাবও দিয়েছে বেইজিং। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫ হাজার ডলারের পণ্যের ওপর সমান হারে শুল্কারোপ করেছে তারা। চীনের অভিযোগ, ট্রাম্পের নেয়া পদক্ষেপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মাবলীর লঙ্ঘন।

চলতি বছরের এপ্রিলে চীনের ইস্পাত আমদানির ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়াম আমদানির ওপর ১০ শতাংশ কর আরোপের পরিকল্পনার কথা জানান ট্রাম্প। শিগগিরই তা কার্যকর হবে বলেও জানান তিনি।

আমদানি শুল্ক আরোপকে কেন্দ্র করে বিশ্বের দুই বৃহত্তর অর্থনীতির দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় এশিয়ার শেয়ারবাজারে পতন দেখা দেয়। সর্বশেষ ১ হাজার ৬০০ কোটি ডলারের তালিকায় চীনের আমদানিকারকরা ক্ষতিগ্রস্ত হবে। যদিও এসব পণ্যের মূল কাঁচামাল যুক্তরাষ্ট্র, তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ায় তৈরি হয়।

মার্কিন বাণিজ্য দূতের কার্যালয় বলেছে, ‘মেড ইন চায়না’ শিল্প পরিকল্পনার সুবিধা নিয়ে চীন প্রতিযোগিতামূলক উচ্চ-প্রযুক্তি শিল্প গড়ে তোলার চেষ্টা করছে। তাই চীনের বিভিন্ন ইলেক্ট্রনিক, প্লাস্টিক, রাসায়নিক ও রেলওয়ে যন্ত্রপাতির ওপর ২৫ শতাংশ কর আরোপ করা হবে।

উপরে