যুক্তরাষ্ট্রে গির্জায় যৌন নির্যাতনের শিকার ১ হাজারেরও বেশি শিশু
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ছয়টি গির্জায় তিন শতাধিক যাজকের হাতে এক হাজারেরও বেশি শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে।
এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে পেনসিলভানিয়ার সুপ্রিম কোর্ট প্রকাশিত গ্র্যান্ড জুরির প্রতিবেদনে।
প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও যৌন নিপীড়নের অনেক প্রতিবেদন প্রকাশ করা হয়। তবে ওই প্রতিবেদনগুলোতে ভিকটিমের সংখ্যা এতো বেশি নয়।
তিন শতাধিক যাজক ১৯৫০ এর দশকের মাঝামাঝি থেকে শুরু করে শিশুদের ওপর এই যৌন নিপীড়ন চালিয়ে আসছিল।
প্রতিবেদনে যেসব ঘটনা উল্লেখ করা হয়েছে তাতে দেখা গেছে, একজন যাজক এক শিশুকে অন্তঃসত্ত্বা করেছে এবং তাকে গর্ভপাতে সহযোগিতা করেছে। পরে ওই যাজককে গির্জাতেই থাকার ব্যবস্থা করা হয়েছে। আরেক যাজক স্বীকার করেছেন তিনি ১৫টি কিশোরকে ধর্ষণ করেছেন, যাদের মধ্যে সাত বছরের এক শিশুও ছিল।
পেনসিলভানিয়া অ্যাটর্নি জেনারেল জস শাপিরো বলেন, দুই বছরের দীর্ঘ তদন্তে বেরিয়ে এসেছে- অভিযুক্ত গির্জা এবং ভ্যাটিকানের জ্যেষ্ঠ যাজকরা সুকৌশলে এসব শিশু যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দিয়ে আসছে।