শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 August, 2018 18:10

ট্রাম্পের বিরুদ্ধে একজোট ৩০০ সংবাদমাধ্যম

ট্রাম্পের বিরুদ্ধে একজোট ৩০০ সংবাদমাধ্যম
মেইল রিপোর্ট :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার স্বাধীন প্রেস ক্যাম্পেইন শুরু করবে দেশটির ৩০০ এর বেশি গণমাধ্যম।

গত সপ্তাহে মার্কিন দৈনিক বোস্টন গ্লোব গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ‘বিশ্রী যুদ্ধের’ জন্য দেশব্যাপী এ ক্যাম্পেইনের আহ্বান জানায়। সেইসঙ্গে তারা ‘এনিমি অব নান’ বলে হ্যাশট্যাগও যুক্ত করে। 

এর আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে ঠাট্টা করেন পাশাপাশি তিনি সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ বলেও অভিহিত করেন। জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মন্তব্য সাংবাদিকদের ক্ষেত্রে সহিংসতার ঝুঁকি বাড়ায়। 

১৬ আগস্ট দ্য বোস্টন গ্লোব নামে মার্কিন দৈনিক ‘সংবাদমাধ্যমের ওপর প্রশাসনের লাঞ্চনার ভয়াবহতা’ নিয়ে সম্পাদকীয় ছাপার অঙ্গীকার করে। এছাড়া তারা অন্য সংবাদমাধ্যমকেও একই কাজে আহ্বান জানান। প্রধান মার্কিন সংবাদপত্রগুলো, স্থানীয় সংবাদমাধ্যম ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ আহ্বানে সাড়া দিয়েছে। 

লন্ডনভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ান তাদের সম্পাদকীয়তে লেখেন, ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি দৃঢ়ভাবে গোপনে সংবাদমাধ্যমের কাজের ক্ষতিসাধনের নীতি নিয়েছেন, এমনকি সংবাদমাধ্যমের কাজকে বিপজ্জনক করে তুলেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ‘এ ফ্রি প্রেস নিডস ইউ’ শিরোনামে লেখেন, ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক। 

দ্য বোস্টন গ্লোব তাদের সম্পাদকীয়তে ‘সাংবাদিকরা শত্রু নয়’ শিরোনামে লেখেন, বোস্টন গ্লোবস একটি স্বাধীন সংবাদমাধ্যম চায়, যা ২০০ বছরের বেশি সময় ধরে আমেরিকানদের মূল চালিকাশক্তি। ‘এখন এটি ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে’ এমন বক্তব্য দিয়ে বোস্টন গ্লোব বলছে, সংবাদমাধ্যমের ওপর মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ ‘বিশ্বব্যাপী স্বৈরাচারী শাসকের ভয়াবহ বার্তা দেয়’।

উপরে