শিরোনাম
দাবার বোর্ডে মাথা ঘুরে পড়ে গ্র্যান্ডমাস্টার জিয়ার মৃত্যু ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করল যুক্তরাষ্ট্র টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যেকোনো স্থান থেকে মামলা করা যাবে ভারতে সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড যে গ্রামের বাসিন্দারা প্লেনে চড়েই অফিস-বাজারে যান! টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার পেলেন ইমদাদুল হক মিলন ও মাহবুব ময়ূখ রিশাদ বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর আফগানিস্তানে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা পাকিস্তানের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 August, 2018 18:58

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে একসঙ্গে গর্ভবতী ১৬ নার্স

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে একসঙ্গে গর্ভবতী ১৬ নার্স
সংবাদ সম্মেলনে কয়েকজন গর্ভবতী নার্স
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে এক অভূতপূর্ব ঘটনা ঘটেছে। দেশটির অ্যারিজোনা অঙ্গরাজ্যের মেসার একটি হাসপাতালের ১৬ জন নার্স একসঙ্গে সন্তানসম্ভবা হয়েছেন।

ওই হাসপাতালটির নার্সরা বলেন, এই সংখ্যাটা নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-র ১০ ভাগ। তারা জানাচ্ছেন, এতো নার্স গর্ভবতী হওয়ার বিষয়টি রোগীদের চোখেও পড়েছে।

এক সংবাদ সম্মেলনে ওই নার্সরা মজা করে বলেন, হাসপাতালের পানিতে হয়তো কিছু একটা আছে বা ক্রিসমাসের ছুটিতে কাটাতে এটা সবার যৌথ পরিকল্পনা।

ওই গ্রুপের মধ্যে প্রথমজন সেপ্টেম্বরে সন্তান জন্ম দেবেন বলে আশা করা হচ্ছে। আর সবশেষ জন মা হবেন আগামী বছরের জানুয়ারি মাসে।

সন্তান জন্ম দিতে আর এক মাসের বেশি সময় বাকি আছে রোশেল শারমানের। তিনি বলেন, একটি ফেসবুক গ্রুপ করার পরই বুঝতে পারি, আমাদের মধ্যে এতোজন গর্ভবতী।

শারমান বলেন, এটা অনেকটা এমন যে আমাদের মধ্যে কোনও গোপন চুক্তি ছিল।

এদিকে গর্ভবতী হওয়ায় বিভিন্ন সংক্রামক রোগ যেমন যক্ষ্মা, কটিদাদ বা ক্যানসারের মতো রোগীদের সেবা করতে পারছেন না এই নার্সরা। তবে তাদের সাহায্যে এগিয়ে এসেছেন অন্য নার্সরা। এজন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন শারমানের সহকর্মী জোলেন গ্যারো।

অন্যদিকে এই নার্সরা তিন মাসের মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগেই আগামী সপ্তাহে তাদের জন্য বেবি শাওয়ার পার্টি দেবেন হাসপাতালের অন্য স্টাফরা।

উপরে