শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 September, 2018 12:00

ট্রাম্পের অভিশংসন চান ৪৯ ভাগ মার্কিনি

ট্রাম্পের অভিশংসন চান ৪৯ ভাগ মার্কিনি
মেইল রিপোর্ট :

প্রায় অর্ধেক মার্কিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনকে সমর্থন করেন। সবশেষ এক জরিপে ৪৯ শতাংশ মার্কিনি প্রেসিডেন্ট ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরুর ব্যাপারে মত দিয়েছেন। আর এ ধরনের কোনও প্রক্রিয়া শুরুর বিরোধিতা করেছে ৪৬ ভাগ মার্কিনি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেট জানাচ্ছে, জরিপের ফল অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের অজনপ্রিয়তা এক নতুন মাত্রা লাভ করেছে।

দ্য ওয়াশিংটন পোস্ট ও এবিসি পরিচালিত ওই জরিপে ৬০ ভাগ মার্কিনির কাছে অজনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প। একইসঙ্গে অধিকাংশ মার্কিনিই ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে বিশেষ কাউন্সেল রবার্ট মুলারের তদন্তের প্রতিও সমর্থন জানিয়েছেন।

মুলার তার ১৪ মাসের তদন্তের ফল যেকোনও সময় প্রকাশ করতে পারে এমন জল্পনা-কল্পনার মধ্যেই এই নতুন জরিপের ফল সামনে এলো।

এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আর মাত্র দুই মাসের কম সময় রয়েছে। এমন সময় এই জরিপের ফল ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যতের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কারণ অধিকাংশ রাজনীতিক বিশ্লেষক বলছেন, মধ্যবর্তী নির্বাচনে ভালো করবে ডেমোক্রেটরা। ফলে হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের নিয়ন্ত্রণ পুনরায় ডেমোক্রেটদের হাতে চলে যেতে পারে।

উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ এই হাউজ অব রিপ্রেজেন্টেটিভসেই যেকোনও অভিশংসন প্রক্রিয়া শুরু হয়। তাই নিশ্চিতভাবেই বিপদের সামনে দাঁড়িয়ে আছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

উপরে