শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 September, 2018 19:43

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস

ট্রাম্পের জনপ্রিয়তায় ধস
মেইল রিপোর্ট :

প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দুই বছরের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে। 

এবিসি,ওয়াশিংটন পোস্ট, সিএনএন, গ্যালাপ, আইবিডি/টিআইপিপি, কেইসার ফ্যামিলি ফাউন্ডেশন, কুইনিপিয়াক ইউনিভার্সাইটি, সেলজার অ্যান্ড কো ও সাফল্ক ইউনিভার্সিটি সহ ৮টি প্রতিষ্ঠানের সবক'টির জরিপেই তার জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।

সিএনএনের জরিপে দেখা যায়, প্রেসিডেন্টের অ্যাপ্রুভাল রেটিং বা তার কাজের প্রতি সমর্থনের হার কমে মাত্র ৩৬ শতাংশে দাঁড়িয়েছে। গত মাসেও এই হার ছিল ৪২ শতাংশ।

সিএনএন’র খবরে বলা হয়, এই ধস শিগগিরই অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে।

৮টি জরিপের গড় ফলাফল অনুযায়ী, ট্রাম্পের কাজের প্রতি সমর্থনের হার ৩৮ শতাংশ। এবিসি/ওয়াশিংটন পোস্ট, সিএনএন, গ্যালাপ, আইবিডি/টিআইপিপি, কেইসার ফ্যামিলি ফাউন্ডেশন, কুইনিপিয়াক ইউনিভার্সাইটি, সেলজার অ্যান্ড কো ও সাফল্ক ইউনিভার্সিটির করা জরিপ বিশ্লেষণ করে এই অনুসিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয়েছে। গত মাসেও এই গড় সমর্থনের হার ছিল ৪১ শতাংশ।

সিএনএন’র বিশ্লেষণে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি সমর্থনের হার বেশ কয়েকমাস ধরে স্থিতিশীল ছিল। এ কারণে হঠাৎ করে এক মাসের ব্যবধানে গড়ে ৩ পয়েন্ট কমে যাওয়াটা বেশ অস্বাভাবিক। এই এক মাসের মধ্যে নিশ্চয়ই ডোনাল্ড ট্রাম্পের কোনো সিদ্ধান্তে তার ভোটাররা নাখোশ হয়েছেন। তবে প্রেসিডেন্টের জনপ্রিয়তা হ্রাস নিয়ে নিশ্চিতভাবেই উদ্বিগ্ন হবে রিপাবলিকান দল। কারণ, অতীত নজির থেকে দেখা গেছে মানুষ প্রেসিডেন্টের কাজের প্রতি যে ধ্যান ধারণা পোষণ করে, তারই ভিত্তিতে মধ্যবর্তী নির্বাচনে তার দলের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়ে থাকে।

উপরে