ইরানবিরোধী নিষেধাজ্ঞায় ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে সম্প্রতি যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা থেকে কয়েকটি দেশকে ছাড় দিতে পারে যুক্তরাষ্ট্র।
শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দিয়েছেন।
যেসব দেশ আগাম ৪ নভেম্বরের পরও ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে চায় তাদেরকে এ ছাড় দেয়া হতে পারে বলে সংবাদ সম্মেলনে পম্বেও মন্তব্য করেন্
পম্পেও বলেন, আগামী ৪ নভেম্বর ইরানের তেল বিক্রির ওপর যে নিষেধাজ্ঞা দেয়ার কথা রয়েছে সে বিষয়ে এখনো বেশকিছু সিদ্ধান্ত বাকি রয়েছে।
এসব সিদ্ধান্তের ভেতরে কিছু দেশকে নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি দেয়ার বিষয়টিও থাকতে পারে। তবে ইরানবিরোধী নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন হবে না।
উল্লেখ্য, গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৫ সালের পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন। এরপর ইরানের বিরুদ্ধে বেশকিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছেন এবং ৪ নভেম্বর থেকে ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার ঘোষণা দিয়েছেন।
ট্রাম্প দাবি করেন, এ নিষেধাজ্ঞার আওতায় কোনো দেশ ইরান থেকে তেল কিনতে পারবে না। তবে রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি বলে আসছে তারা যুক্তরাষ্ট্রকে ছাড়াই পরমাণু সমঝোতা বাস্তবায়ন করবে।
এছাড়া জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়ার মতো দেশ ইরান থেকে তেল কেনা অব্যাহত রাখতে চায়।