নিউইয়র্কে বাংলাদেশ বাণিজ্য মেলা
নিউইয়র্কে বাংলাদেশ বাণিজ্য মেলা শুক্রবার শুরু হয়। মেলায় বাংলাদেশ থেকে রূপায়ণ গ্রুপসহ ৩০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
মেলা প্রাঙ্গণের দ্বার উন্মোচন করেন ঢাকা চেম্বারের ভাইস প্রেসিডেন্ট রিয়াদ হোসেন।
বক্তব্য দেন ওয়াশিংটনে বাংলাদেশের কমার্স কাউন্সিলর আখতার হোসেন, মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জিয়াউদ্দীন আহমেদ, রূপায়ণ গ্রুপের ভাইস প্রেসিডেন্ট মাহির আলী খান, এনআরবিসি ব্যাংকের পরিচালক ড. নূরন নবী।
অনুষ্ঠানে নিউইয়র্ক গভর্নর অফিসের পক্ষ থেকে ২৫ সেপ্টেম্বরকে ‘বাংলাদেশি ইমিগ্রান্ট দিবস’ পালনের ঘোষণার খবর আসে। নিউইয়র্ক স্টেট গভর্নর অ্যান্ড্রু কুমোর প্রতিনিধি হার্শ পারেখ স্টেট সিনেটর হোজে পেরাল্টা কর্তৃক প্রদত্ত প্রকলেমেশনটি এ সময় হস্তান্তর করা হয়।
এতে উল্লাসে ফেটে পড়েন উপস্থিত বাংলাদেশিরা। ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘে প্রথম বাংলায় বক্তৃতা করেন। সেই বার্ষিকী পালনের আগে মুক্তধারা ফাউন্ডেশনের প্রস্তাবে এই দিনটি ‘বাংলাদেশি ইমিগ্রেশন ডে’ হিসেবে স্বীকৃতি পেল।