শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 September, 2018 11:15

কিমের সঙ্গে ‘খুব শিগগিরই’ দ্বিতীয় বৈঠক: ট্রাম্প

কিমের সঙ্গে ‘খুব শিগগিরই’ দ্বিতীয় বৈঠক: ট্রাম্প
সিঙ্গাপুরে ঐতিহাসিক বৈঠকে হাত মেলাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও কিম (ফাইল ছবি)
মেইল রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি ‘খুব শিগগিরই’ উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় সাক্ষাতের ব্যাপারে আশাবাদী। 

জাতিসংঘের সাধারণ অধিবেশনে সাংবাদিকদের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’ এবং দুই পক্ষই ‘দারুণ অগ্রগতি’ করেছে।  

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমরা আলোচনার জন্য অনেক কিছু জমিয়ে রেখেছি। তিনি বলেন, কিম আমাকে দ্বিতীয় বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিল। আমরা আবারও মিলিত হবো।

যদিও ট্রাম্প বলছেন উভয় দেশের মধ্যে সবকিছু ঠিকঠাক মতো চলছে। কিন্তু চলতি মাসের শুরুর দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও‘র নির্ধারিত উত্তর কোরিয়া সফর আচমকাই বাতিল করেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এদিকে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্পের এ ধরনের মন্তব্য গত বছর তার অবস্থান থেকে সুস্পষ্ট পরিবর্তন। গত বছর জাতিসংঘে নিজের প্রথম ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছিলেন, কিম ‘আত্মঘাতী মিশন’ চালাচ্ছে।

তবে সোমবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, এখন আমরা যেখানে আছি, সেটা ভিন্ন একটা বিশ্ব। এটি এক বছর পর, এটি পুরোই আলাদা।

অন্যদিকে নিরাপত্তা ও বাণিজ্য বিষয়ে সোমবারই দিনের আরও পরের দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়-ইনের সঙ্গে বৈঠকে বসবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই বৈঠকে কিমের সঙ্গে মুনের সবশেষ অগগ্রতি নিয়েও আলোচনা হবে বলে মনে করা হচ্ছে।

উপরে