শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পদত্যাগ করতে ট্রুডোকে নিজ দলের সংসদ সদস্যদের চাপ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 October, 2018 01:54

ট্রাম্পের সম্পদের উৎস বাবার কর ফাঁকির টাকা

ট্রাম্পের সম্পদের উৎস বাবার কর ফাঁকির টাকা
যুবক বয়সে বাবার সঙ্গে ডোনাল্ড ট্রাম্প (ডানে)
মেইল রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি তিনি নাকি নিজের চেষ্টায় ধনী হয়েছেন। কিন্তু মঙ্গলবার দ্য নিউ ইয়র্ক টাইমসের এক বিশ্লেষণে বলা হচ্ছে, ট্রাম্পের এমন দাবি মিথ্যা।

সেখানে বলা হয়, ১৯৯০-র দশকে ‘তার বাবা-মাকে কর ফাঁকি’ দিতে সাহায্য করে যে অর্থ জমিয়েছেন তাই দিয়ে আজকের সম্পদের মালিক প্রেসিডেন্ট ট্রাম্প। বাবার আবাসন ব্যবসা থেকে আজকের মূল্যে ৪১৩ মিলিয়ন ডলার অর্থ পেয়েছিলেন ট্রাম্প।

টাইমসের ওই বিশ্লেষণ অনুযায়ী, প্রেসিডেন্ট ট্রাম্প ও তার ভাইবোনেরা মিলে তাদের বাবা-মায়ের লাখ লাখ ডলারের সম্পদ উপহার হিসেবে একটি ‘ভুয়া কর্পোরেশনে’ লুকিয়ে রেখেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প তার বাবাকে ‘অন্যায়ভাবে কয়েক লাখ ডলারের কর কর্তনে’ সাহায্য করেছিলেন। 

রেকর্ড পর্যালোচনা করে টাইমসের ওই বিশ্লেষণে বলা হয়েছে, করের বিল কমাতে বাবা-মায়ের আবাসন খাতের সম্পদের কম মূল্যের দেখাতে ‘একটি কৌশল তৈরি’ করেছিলেন ট্রাম্প।

টাইমস কয়েক মাস তদন্তের পর ওই বিশ্লেষণ তৈরি করেছে। এসময় তারা এক লাখের বেশি আর্থিক নথিপত্র-ব্যাংকের বিবৃতি, আর্থিক হিসাব, নগদ ব্যয়ের বিবরণ ও বাতিল হওয়া চেক পর্যালোচনা করেছে। এছাড়া ট্রাম্পের বাবা ফ্রেড সি. ট্রাম্প ও পরিবারের অন্যান্য অংশীদার এবং ট্রাস্টের ২০০-র বেশি আয়কর রিটার্নও পর্যালোচনা করেছে টাইমস। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্পের বাবার সাবেক কর্মচারী ও উপদেষ্টাদেরও সাক্ষাৎকার নিয়েছে তারা।

তবে বুধবার টাইমসের ওই রিপোর্টকে এক টুইটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি লিখেন, এটি ‘খুব পুরনো, বিরক্তিকর এবং মানুষদের মত পরিবর্তনের চেষ্টা’। যদিও তিনি ওই প্রতিবেদনটির সরাসরি যুক্তিখণ্ডন করেননি।

ট্রাম্পের আইনজীবী চার্লস হার্ডার সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, প্রতারণা ও কর ফাঁকির বিষয়ে দ্য নিউ ইয়র্ক টাইমসের অভিযোগ শতভাগ মিথ্যা এবং চরম মানহানিকর।

ওই বিবৃতিতে আরও বলা হয়, কেউই কোনও প্রতারণা করেনি বা কর ফাঁকি দেয়নি। পুরোপুরি ভুল তথ্যের ভিত্তিতে এই মিথ্যা অভিযোগপূর্ণ রিপোর্ট তৈরি করেছে টাইমস।

ট্রাম্পের ভাই রবার্ট ট্রাম্প এক বিবৃতিতে জানিয়েছেন, সব ‘প্রয়োজনীয় কর পরিশোধ’ করা হয়েছে।

এদিকে টাইমস জানাচ্ছে, শিশু বয়স থেকে বাবার কাছ থেকে টাকা পেতে শুরু করেন ট্রাম্প এবং কলেজ পাসের পর বাবার কাছ থেকে প্রতি বছর ১০ লাখ ডলার করে পেতেন তিনি। যখন ট্রাম্পের বয়স ৪০-র এবং ৫০-র কোঠায় তখন তার আয় ৫০ লাখ ডলারের বেশি।

টাইমস বলছে, নিজের চেষ্টায় সফল হওয়ার ব্যাপারে ট্রাম্প যে দাবি করেন সেটি ঠিক নয়। বরং তার বাবার সম্পদের ওপর ভর করেই এতো অর্থের মালিক হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

উপরে