যে কারণে পদত্যাগ করলেন নিকি হ্যালি...

যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে নিকি হ্যালি ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
মেইল রিপোর্ট :
জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি পদত্যাগ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার এই ঘোষণা দেন। এ সময় পাশাপাশি বসেছিলেন ট্রাম্প ও হ্যালি। প্রথমে ট্রাম্প এবং পরে হ্যালি এই পদত্যাগের বিষয়ে কথা বলেন।
সে সময় হ্যালি বলেন, জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সবচেয়ে সম্মানজনক বিষয়। এটাই ছিল আমার জন্য পদত্যাগ করার সবচেয়ে উপযুক্ত সময়।ব্যক্তিগত কোনো কারণ নেই।
তিনি বলেন, সরকারি কর্মকর্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কখন তার সরে দাঁড়ানোর সময় হয়েছে তা বুঝতে পারা। আমি নিশ্চিত করতে চাই যে, এই প্রশাসন ও প্রেসিডেন্টের আরো অধিক যোগ্য ব্যক্তি আছে, যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাবে।