শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! মার্কিন প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ যাচ্ছে রিপাবলিকানদের হাতে টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌবাণিজ্য পুনর্স্থাপনে চিন্তিত ভারত নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 October, 2018 01:24

যৌন হয়রানি ইস্যুতে পদত্যাগ করলেন ওয়াশিংটনের আর্চবিশপ

যৌন হয়রানি ইস্যুতে পদত্যাগ করলেন ওয়াশিংটনের আর্চবিশপ
কার্ডিনাল ডোনাল্ড উয়ের্ল।
মেইল রিপোর্ট :

যৌন হয়রানি ইস্যুতে শেষপর্যন্ত পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের আর্চবিশপ কার্ডিনাল ডোনাল্ড উয়ের্ল। পোপ ফ্রান্সিস তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

স্থানীয় সময় শুক্রবার প্রকাশিত এক চিঠিতে ফ্রান্সিস তার পদত্যাগের বিষয়টি জানান।

উয়ের্লের মহত্ত্বের প্রশংসা করে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তাকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সিস।

তিনি বলেন, নিজের কৃতকর্মকে ‘জাস্টিফাই’ করার যথেষ্ট প্রমাণ আছে উয়ের্লের, যেগুলো তার অপরাধ গোপন বা সমস্যা মোকাবেলা বা ভুল করার মধ্যে পার্থক্য নির্দেশ করে দেয়। কিন্তু তার মহত্ত্বই নিজেকে রক্ষার এই ধরনের উপায় বেছে না নেয়ার দিকে তাকে পরিচালিত করেছে।

এক বিবৃতিতে উয়ের্ল বলেন, আমি আমার অতীতের ভুলের জন্য ক্ষমাপ্রার্থনা করছি। ওয়াশিংটনের চার্চে প্রার্থনা করতে আসা মানুষদের প্রতি আমার চিরায়ত ভালোবাসা প্রকাশ করার একটি উপায় হলো এই পদত্যাগ।

তিনি আরও বলেন, ‘পবিত্র পিতা’র নতুন আর্চবিশপ নির্বাচনের সিদ্ধান্তটি ভবিষ্যতে এই ধরনের সমস্যা না হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এর ফলে এই স্থানীয় চার্চ আরও সামনে দিকে এগিয়ে যেতে পারবে।

এর আগে গত ১৪ আগস্ট পেনসিলভানিয়ার একটি গ্র্যান্ড জুরির ৯০০ পৃষ্ঠার এক রিপোর্ট প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনার মুখে পড়েন উয়ের্ল। এতে বলা হয়, গত কয়েক দশকে এক হাজারেরও বেশি শিশুকে যৌন হয়রানি করেছে তিন শতাধিক যাজক।

সবকিছু জেনেও তা আড়াল করে গেছে চার্চগুলো। যেসব আর্চবিশপের বিরুদ্ধে অভিযুক্ত যাজকদের আড়াল করার অভিযোগ ওঠে উয়ের্ল তাদেরই একজন। পরবর্তীতে একটি অনুষ্ঠানে বক্তব্য প্রদানের সময় তীব্র সমালোচনা মুখে পড়তে হয় তাকে। এমনকি নিজের ভুল স্বীকার এবং ক্ষমাপ্রার্থনাও করতে হয় তাকে।

উপরে