শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 1 November, 2018 08:35

নিউ ইয়র্কে দেবী চলচিত্র প্রদর্শিত হবে ৯ নভেম্বর

নিউ ইয়র্কে দেবী চলচিত্র প্রদর্শিত হবে  ৯ নভেম্বর

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সাড়া জাগানো চলচিত্র ‘দেবী’ এবার আসছে নিউ ইয়র্কে। দেশের বাইরে আমেরিকা প্রবাসী দর্শকরা প্রথম দেখতে পাবেন এই সিনেমাটি। আমেরিকার সানফ্রান্সিসকোতে ৩ নভেম্বর ছবিটি প্রদর্শিত হবে। ইতিমধ্যে সেখানকার সব টিকেট বিক্রি হয়ে গেছে। নিউ ইয়র্কে জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৯টায় এবং পরের দুইদিন শনিবার ও রবিবার বিকেল ৪টায় একই হলে সিনেমাটি দেখানো হবে। 

 

কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদের কালজয়ি উপন্যাস ’দেবী’ অবলম্বনে নির্মিত এই চলচিত্রটিতে অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় এবং জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত অভিনেত্রী জয়া আহসান। গত ১৯ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায় ‘দেবী’। সবকটি সিনেমা হলের প্রত্যেকটি “শো” ছিল হাউজফুল। সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নেয়া সাধারণ দর্শদের আবার হলমুখী হয়ে লম্বা লাইনে দাড়িয়ে টিকিট নিতে দেখা গেছে এই সিনেমাটি দেখার জন্য। হল থেকে বের হয়ে মিডিয়ার কাছে দর্শকদের প্রতিক্রিয়ায় ছিল তৃপ্তির হাসি। 
ছবিটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। রানু চরিত্রে জয়া আহসান আর মিসির আলি চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। নিলু চরিত্রে শবনম ফারিয়া, আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে। বাংলাদেশ ও ভারতের বাংলা ছবির জনপ্রিয় তারকা জয়া আহসান এই ছবির প্রযোজক। ছবিটি তৈরির জন্য তিনি সরকারি অনুদানও পেয়েছেন।
ছবির পরিচালক অনম বিশ্বাস জানিয়েছেন, যাঁরা হুমায়ূন আহমেদের জনপ্রিয় “দেবী” উপন্যাস পড়েছেন এবং মিসির আলি চরিত্রটিকে চেনেন, তাঁদের কাছে “দেবী” সিনেমার ঘটনাপ্রবাহ চেনা চেনা মনে হতেই পারে। তবে এর দৃশ্যায়নে রয়েছে ভিন্ন মাত্রা। উপন্যাসের মতোই “দেবী” সিনেমাটিকেও ভালোবাসবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।
‘দেবী’ ছবির নায়িকা ও প্রযোজক জয়া আহসান বলেছেন, ‘আশা করছি বাংলাদেশের দর্শকদের মতো ছবিটি প্রবাসীদেরও অন্য রকম আনন্দ দেবে।’  পরিবার আর বন্ধুদের নিয়ে ‘দেবী’ ছবিটি দেখার জন্য তিনি আমেরিকা প্রবাসীদের আমন্ত্রণ জানান। হুমায়ুন আহমেদের জীবনের শেষ দিনগুলির স্মৃতি বিজড়িত নিউ ইয়র্ক শহরের প্রবাসী বাঙালীদেরও ছবিটি ভালো লাগবে বলে তিনি আশা প্রকাশ করেন। 
আমেরিকায় দেবী সিনেমার পরিবেশক ”বায়স্কোপ ফিল্মস” এর কর্ণধার রাজ হামিদ নিউ ইয়র্ক মেইলকে জানান, ইতিমধ্যে সানফ্রান্সিসকো, ওয়াশিংটন, ভার্জিনিয়া, অন্যান্য যেসব শহরগুলোতে দেবী প্রদর্শিত হবে সেখানকার সবগুলো হলের টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে। নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স সিনেমা হলে ৯, ১০ ও ১১ নভেম্বর সিনেমাটি প্রদর্শনের তারিখ ঘোষনার পরপরই বেশিরভাগ টিকিট বিক্রি হয়ে গেছে। যে পরিমান দর্শক টিকিটের জন্য আগ্রহ প্রকাশ করেছেন সে জন্য হয়তো নিউ ইয়র্কে আরো কয়েকদিন ছবিটি দেখানোর ব্যবস্থা করতে হবে। তিনি আরো জানান, পর্যায়ক্রমে আমেরিকার ২০টি স্টেটে দেবী সিনেমা প্রদর্শিত হবে। আর এটা হলে বাংলা সিনেমার ইতিহাসে নতুন একটি রেকর্ড হবে। এর আগে কখনো আমেরিকার ২০ টি স্টেটে কোনো বাংলা সিনেমা প্রদর্শিত হয়নি। ভালো সিনেমা নির্মিত হলে দর্শকরা যে হলমুখী হয় দীর্ঘদিন পর দেবী চলচিত্রটি তা আবার প্রমাণ করে দিল।

 

উপরে