শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 November, 2018 00:11

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ নিহত ৩

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় হামলাকারীসহ নিহত ৩
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের তালাহাসির একটি যোগব্যায়ামের স্টুডিওতে স্থানীয় সময় গত শুক্রবার বিকেল সাড়ে ৫টায় হামলা চালায় এক বন্দুকধারী। এসময় তিনি ৬ জনকে গুলি করেন।

গুলিবিদ্ধদেরকে হাসপাতালে নেয়া হলে দুজন মারা যান। ঘটনাস্থলে ভুক্তভোগীদের সঙ্গে ধস্তাধস্তির সময় নিজের বন্দুকের গুলিতে মারা যান বন্দুকধারীও।

শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে তালাহাসি পুলিশ প্রধান মাইকেল ডেলেও’র বরাত দিয়ে এসব কথা জানিয়েছে সিএনএন।

তিনি বলেন, সন্দেহভাজন এই বন্দুকধারীর নাম স্কট পল বেইয়েরলে। ফ্লোরিডার ডেলটোনার এই বাসিন্দা ভুক্তভোগীদের সঙ্গে ধস্তাধস্তির সময় নিজের বন্দুকের গুলি বিদ্ধ হয়ে মারা যান বলে ধারণা করা হচ্ছে। হাসপাতালে মারা যান ন্যান্সি ভ্যান ভেসেম(৬১) এবং মাউরা বিংকলি(২১)। অন্য ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

তালাহাসি পুলিশ প্রধান বলেন, ঘটনার দিন বিকেল সাড়ে ৫টার দিকে তালাহাসির এই স্টুডিও থেকে ফোন কল পাওয়া মাত্রই ঘটনাস্থলে রওনা হয় পুলিশ। ফোন কল পাওয়ার তিন মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে বন্দুকধারীকে মৃতাবস্থায় পায় পুলিশ।

তিনি বলেন, ঘটনাস্থলে বন্দুকধারীর সঙ্গে গুলিবিদ্ধদের হাতাহাতি হওয়ার আলামত পাওয়া যায়। হয়তো একজন আরেকজনকে বাঁচানোর চেষ্টা করছিল। পুলিশ তাৎক্ষণিক হামলাকারীর সঙ্গে গুলিবিদ্ধদের কী সম্পর্ক তা জানতে পারেনি।

তিনি আরও বলেন, ঘটনাস্থলের সব আলামত দেখে মনে হচ্ছে এটা একজনেরই কাজ। পুলিশ তার নাম ছাড়া আর কিছুই জানতে পারেনি।

উপরে