শিরোনাম
কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, তীব্র নিন্দা জানাল ঢাকা ডলার নিয়ে ভারত-চীন-রাশিয়াকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ইউক্রেনকে জার্মানির ৬৮৫ মিলিয়ন ডলার সামরিক সহায়তা ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর যুক্তরাষ্ট্র সীমান্তে এক বছরে ৪৩ হাজারের বেশি ভারতীয় আটক নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 November, 2018 00:14

যুক্তরাষ্ট্রে ১০ হাজার ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে টুইটার

যুক্তরাষ্ট্রে ১০ হাজার ভুয়া অ্যাকাউন্ট ডিলিট করেছে টুইটার
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের নামে খোলা ১০ হাজারেরও বেশি ভুয়া টুইটার অ্যাকাউন্ট ডিলিট করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির কর্তৃপক্ষ।

এসব অ্যাকাউন্ট থেকে করা পোস্টে আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল নির্বাচনে ভোট দিতে জনগণকে নিরুৎসাহিত করা হয়। 

টুইটারের একজন মুখপাত্র একটি ইমেইল বার্তায় জানিয়েছেন, গত সেপ্টেম্বর এবং অক্টোবরের শুরুর দিকে এসব অ্যাকাউন্ট ডিলিট করা হয়। তিনটি ডেমোক্র্যাট সূত্রও বিষয়টি নিশ্চিত করেছে।

টুইটার কর্তৃপক্ষকে এসব অ্যাকাউন্ট সম্পর্কে জানিয়েছিল ডেমোক্র্যাটিক পার্টির সহায়তাকারী গ্রুপ ‘ডেমোক্র্যাটিক কংগ্রেশনাল ক্যাম্পেইন কমিটি’(ডিসিসিসি)। এটাকে নিজেদের বড় ধরনের অর্জন বলে মনে করছে গ্রুপটি।

এর আগে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় মিথ্যা তথ্য ছড়ানোয় কয়েক মিলিয়ন টুইটার অ্যাকাউন্ট ডিলিট করা হয়। তখন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন সম্পর্কে নেতিবাচক ও মিথ্যা তথ্য ছড়ানো এসব অ্যাকাউন্টের বিষয়ে কিছু বলতে পারেনি ডিসিসিসি।

এরপর থেকেই তারা ডেমোক্র্যাটদের নামে খোলা ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করার উদ্যোগ নেয় ডিসিসিসি। আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল নির্বাচনের আগে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে নেয়া এই উদ্যোগ ডেমোক্র্যাটদের প্রতি জনগণকে আশাবাদী করবে বলে মনে করা হচ্ছে।

উপরে