শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 November, 2018 01:54

বাংলাদেশী পাসপোর্টে ১০০ দেশ ভ্রমনের অনন্য রেকর্ড কাজী আসমার

বাংলাদেশী পাসপোর্টে ১০০ দেশ ভ্রমনের অনন্য রেকর্ড কাজী আসমার
মেইল রিপোর্ট :

কাজী আসমা আজমেরী বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বিশ্বের ১০০টি দেশ ঘোরার এক অনন্য রেকর্ড সৃস্টি করলেন। গেলো সপ্তাহে তুর্কমেনিসতান সফরের মাধ্যমে তার শততম দেশ সফরের আশাপুর্ন হয়। বিশ্বের সবগুলো মহাদেশে গেছেন কুমিল্লা ও খুলনার মেয়ে কাজী আসমা।

যুক্তরাষ্ট্র সফরের সময় ভয়েস অব আমেরিকার আহসানুল হককে দেয়া এক বিশেষ সাক্ষাতকারে কাজী আসমা বলেছিলেন, কিছু কিছু দেশে গিয়ে তার অনেক ভোগান্তি হয়েছে, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। কিনতু বিশ্বকে ঘুরে ঘুরে দেখার ঐকান্তিক সাধনায় তিনি পিছিয়ে পড়েননি।

তুর্কমেনিসতান যাবার আগে আজারবাইজান গেলে রাস্ট্রদুত মসুদ মান্নান তাকে আন্তরিক স্বাগত জানান। দুতাবাস আয়োজিত বাংলাদেশ উন্নয়ন বিষয়ক বিশেষ কাজী আসমা বিশেষ অতিথি হিসেবে দেশের নানান অগ্রগতির কথা বিদেশী অতিথিদের সামনে উপস্থাপন করেন।

শততম দেশ হিসেবে তুর্কমেনিসতান সফরকালে বিভিন্ন সংবাদ মাধ্যম তার বিশেষ সাক্ষাত্কার গ্রহন করে। কিছুদিন আগে চীন সফরের সময় চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগে কাজী আসমাকে বিশেষভাবে স্বাগত জানানো হয়। নিউ ইয়রক সফরকালে টাইম টিভি ও টিবিএন২৪ তার কাহিনী ফলাও করে প্রচার করে।তার আজারবাইজান সফর নিয়ে একটি জার্মান বেতার একটি ফিচার প্রচার করে।

শুরু করেছিলেন থাইল্যান্ড দিয়ে, বিশ্বকাপ চলাকালে মাঠে বসে ফাইনাল দেখেন ৫০তম দেশ ব্রাজিলে।বাংলাদেশের ঐতিহ্যবাহী পোষাক এবং পতাকাবাহী টিশার্ট বেশীরভাগ সময় পরে থাকতে দেখা যায় কাজী আসমা আজমেরীকে।

কাজী আসমা আজমেরী যখন ভয়েস অব আমেরিকা সফর করেন তখন এই সংবাদদাতার উপস্হিতিতে কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব রোকেয়া হায়দার তাকে আশির্বাদ করে বলেছিলেন ‘তোমার এই অদম্য উৎসাহ ও উদ্দীপনার প্রতি রইলো আমার আন্তরিক শুভকামনা’। 

তুর্কমেনিসতান থেকে এই সংবাদদাতার সাথে ফোনে আলাপকালে বলেন, বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বিশ্বের একশ’টি দেশ সফর করতে পেরে যারপরনাই গর্বিত আমি’। যেখানেই দিয়েছি আমার হৃদয় জুড়ে ছিলো আমার সোনার বাংলাদেশ।

উপরে