যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটি অফ প্রফেশনালসের মেন্টরশীপ প্রোগ্রাম চালু
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সোসাইটি অফ প্রফেশনালসের মেন্টরশীপ প্রোগ্রাম চালু
অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ সোসাইটি অফ প্রফেশনালস (বিএসপি) গত ২৬ অক্টোবর ম্যানহাটনের একটি রেস্টুরেন্টে তাদের মেন্টরশীপ প্রোগ্রাম চালু করে।
এই প্রোগ্রামের মাধ্যমে বিএসপি তাদের লক্ষ্য পূরণে এক ধাপ এগিয়ে গেলো। প্রোগ্রামের অংশ হিসেবে বিএসপি এর সদস্য ছাত্রছাত্রীরা তাদের স্ব স্ব মেন্টরের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন।
মেন্টরগণ তাদের কর্মস্থলের পাশাপাশি ছাত্রছাত্রীদের তাদের ভবিষ্যৎ কর্মক্ষেত্র সম্পর্কে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন।
উল্লেখ্য, জেপি মরগ্যান, পিডব্লুসি, সিটিগ্রুপ, ফেডারেল রিসার্ভ ব্যাংক, ডয়েচে ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সহ আমেরিকার প্রথিতযশা কোম্পানিগুলোতে কর্মরত বাংলাদেশী প্রবাসীরা বিএসপি এর আহবানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে যোগ দেন।
বিএসপি প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী এবং অন্যান্য সাংগঠনিক কর্মকর্তাগণ তাদের সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সথিকভাবে বাস্তবায়নের জন্য ছাত্রছাত্রী এবং মেন্টরদের আহ্বান জানান। অনুষ্ঠানে অর্ধশতাধিক বাংলাদেশী-আমেরিকান স্টুডেন্টস এবং প্রফেশনালস উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, ভিপি কামরুল খান, ভিপি সাদিয়া করিম এবং এভিপি সাদিয়া হক বক্তব্য রাখেন। কর্মকর্তাগণ ছাত্রছাত্রী এবং মেন্টরদের দায়িত্ব সম্পর্কে আলোকপাত করেন। অনুষ্ঠান শেষে ইমতিয়াজ চৌধুরী উপস্থিত সকল কে ধন্যবাদ জানান এবং বিএসপি এর এই উদ্দ্যগে এগিয়ে আসার জন্য বাংলাদেশী ছাত্র-ছাত্রী এবং আমেরিকায় কর্মজীবী বাংলাদেশী কমিউনিটির প্রতি আহবান জানান।