শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 November, 2018 16:23

ট্রাম্পের সঙ্গে তর্ক করায় সিএনএন প্রতিনিধির প্রেস পাস বাতিল

ট্রাম্পের সঙ্গে তর্ক করায় সিএনএন প্রতিনিধির প্রেস পাস বাতিল
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তর্ক করায় দেশটির গণমাধ্যম সিএনএন এর প্রতিনিধি জিম আকস্টার প্রেস পাস বাতিল করেছে হোয়াইট হাউজ।

স্থানীয় সময় বুধবার তার প্রেস পাস বাতিল করা হয় বলে জানিয়েছে দেশটির নিউজ এজেন্সি অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এদিন অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সিএনএনের পক্ষ থেকে অভিবাসীদের বিষয়ে ট্রাম্পের কাছে প্রশ্ন করা হয়। ওই প্রশ্ন থেকেই ঘটনার সূত্রপাত। 

আকস্টা এরপর আরেকটি প্রশ্ন করতে গেলে ট্রাম্প বলেন, যথেষ্ট হয়েছে। তখন তার হাত থেকে মাইক্রোফোনটি নিতে যান হোয়াইট হাউজের একজন নারী সহায়তাকর্মী। কিন্তু আকস্টা তার হাত সরিয়ে দেন। তিনি তাকে বলেন, আমাকে ক্ষমা করুন, ম্যাম।

হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স এক বিবৃতিতে সহায়তাকর্মী হিসেবে একজন তরুণীর কাজে বাধা দেয়া এবং তার দিকে হাত বাড়ানোর অভিযোগে অভিযুক্ত করেছেন সিএনএন’র এই প্রতিনিধিকে। তিনি বলেন, এটা একেবারে অগ্রহণযোগ্য।

এই অভিযোগ অস্বীকার করে আকস্টা টুইট বার্তায় বলেছেন, স্যান্ডার্সের বিবৃতিতে আমার বিরুদ্ধে নারী সহায়তাকর্মীর দিকে হাত বাড়ানোর যে অভিযোগ করা হয়েছে, তা মিথ্যা।

এদিন সিএনএন’র পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আকস্টার প্রশ্নের জবাবে তার প্রেস পাস বাতিল করেছে হোয়াইট হাউজ। এছাড়া তার কৃতকর্ম সম্পর্কে স্যান্ডার্স মিথ্যা বলেছেন বলেও অভিযোগ করা হয় এই বিবৃতিতে।

সিএনএন জানায়, (স্যান্ডার্স) মিথ্যা অভিযোগ করেছেন এবং এমন ঘটনা উল্লেখ করেছেন, যা ঘটেনি। এই নজিরবিহীন সিদ্ধান্ত আমাদের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। জিম আকস্টার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।

উপরে