শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 14 November, 2018 02:08

মুশফিককে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র অভিনন্দন

মুশফিককে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র অভিনন্দন
মেইল রিপোর্ট :

মুশফিক আরও একটি চোখ ধাঁধানো ইনিংস খেলে নিজের এবং দেশের জন্য সম্মান বয়ে আনলেন মুশফিকুর রহিম। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ইনিংসে ৪২১ বলে ১৮ চার এবং ১ ছক্কায় ২১৯ রানের ইনিংস খেলেন মি. ডিপেন্ডেবল খ্যাত এই ব্যাটসম্যান। এক ইনিংসে একাধিক রেকর্ড ওলটপালট করে দিলেন তিনি। দেশের হয়ে রেকর্ড গড়ার পাশাপাশি গড়লেন বিশ্ব রেকর্ডও।

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র  সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও  সাধারন সম্পাদক জুয়েল আহমেদ ইতিহাসের  বিশ্ব রেকর্ড করায় মুশফিককে অভিনন্দন জানিয়েছেন।

দেশের গণ্ডি পেরিয়ে বিশ্ব রেকর্ডও গড়েছেন। টেস্টের ১৪১ বছরের ইতিহাসে প্রথম কিপার-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরি এখন এই বাংলাদেশির। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটাই কোনো কিপার-ব্যাটসম্যানের ডাবল সেঞ্চুরি। এত অর্জনের দিনেও আট রানের জন্য টেস্টে মিরপুরের ব্যক্তিগত সেরা ইনিংসের ধারক হতে পারেননি বাংলাদেশের সেরা ব্যাটসম্যান খ্যাত মুশফিক।

ডাবল সেঞ্চুরি করার কৃতিত্বও এই মুশফিকের। ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে গলে ঠিক ২০০ রান করেছিলেন তিনি। তার রেকর্ড ভেঙে ২০১৫ সালে ২০৬ রানের ইনিংস খেলেন মহাতারকা তামিম ইকবাল। আজ সবাইকে ছাড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন মুশফিকুর রহিম।

শুধু ব্যক্তিগত কিংবা জাতীয় রেকর্ডই নয়; মুশফিক আজ বিশ্বরেকর্ডেও নাম লিখিয়েছেন। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে বিশ্বের আর কোনো ক্রিকেটারই দুটি ডাবল সেঞ্চুরি করতে পারেন নি। যা আজ অবলীলায় করে দেখালেন মুশফিক। স্বীকৃত উইকেটকিপার ব্যাটসম্যানদের মধ্যে বিশ্বে মাত্র ৮ জন ডাবল সেঞ্চুরি করেছেন। তারা হলেন ইমতিয়াজ আহমেদ, অ্যান্ডি ফ্লাওয়ার, কুমার সাঙ্গাকারা, মহেন্দ্র সিং ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট, তসলিম আরিফ, ব্রেন্ডন কুরুপ্পু এবং মুশফিকুর রহিম।

মুশফিককে আরও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র  সহ সভাপতি  মিসবা আবদীন ও ওয়াহিদ কাজী এলিন,  সহসাধারন সম্পাদক রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক  সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম রুমী, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি ও দপ্তর সম্পাদক আব্দুল কাদির লিপু।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- আব্দুল বাসিত খান বুলবুল, সৈয়দ এনায়েত আলী, কাজী তোফায়েল ইসলাম, আবু তাহির আসাদ, জহির উদ্দিন জুয়েল, নওশাদ হোসেন সিদ্দিকী, শাহাদৎ হোসেন, জাকির হোসেন, রফিকুল ইসলাম ডালিম, ইয়াকুত রহমান, আবিদ হোসেন মিষ্ঠু, সাইফুল আলম, মিজানুর রহমান চৌধুরী ও আশরাফুজ্জামান খান লিটন।

উপরে